গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেহপুর ইউনিয়নের হাজী মদরিছ আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবু সালমান সভাপতি, আফতাব উদ্দিন নাছিমকে সাধারণ সম্পাদক ও আরিফুল ইসলাম মিনুকে সাংগঠনিক সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (১৭ আগস্ট) সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেন।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি মাহি আল মুমিন, সহসভাপতি গোলাম কিবরিয়া ইয়াহিয়া, কামিল আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহরিয়ার আহমদ, শাহরিয়ার আহমদ নাদিম ও দপ্তর সম্পাদক আল আমিন আহমদ।
দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
Leave a Reply