স্টাফ রিপোর্টার, ওসমানীনগর
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে উত্তাল হয়ে উঠেছে ওসমানীনগর উপজেলা। সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে ওসমানীনগর উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার (১৭ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর ও কদমতলায় বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
প্রচন্ড রোদ উপেক্ষা করে দুপুর থেকে নেতা-কর্মীরা বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কদমতলায় জমায়েত হতে থাকেন। বিকাল ৪ টায় দিকে সহস্রাধিক লোকে লেকারণ্য হয়ে পড়ে মহাসড়ক। সবার মূখে মূখে ধ্বনিত হতে থাকে ইলিয়াস ভাই, ইলয়িাস ভাইকে ফিরত চাই।
উপজেলার ৮ ইউনিয়নের ৭২টি ওয়ার্ড থেকে প্রায় ২শ ৪০ টি পিকআপ ভ্যানে করে নেতাকর্মীদের নিয়ে আসতে দেখা যায়। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল যোগ হয়ে তাজপুর বাজারের কদমতলা শেরাটন পার্টি সেন্টারে একত্রিত হয়। এছাড়া বিপুল সংখ্যক মোটরসাইকেল শোভাযাত্রাও মিছিলে যোগ দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে পুলিশও মহাসড়কে অবস্থান করতে দেখা যায়।
প্রচন্ড তাপদাহে উপক্ষো করে মিছিল শুরু হলে সিলেট-ঢাকা মহাসড়কের প্রায় এক কিলোমিটার সড়ক লোকে লোকারণ্য হয়ে উঠে। এ সময় সবার মূখে মুূখে সিলেট-২ আসনে বিএনপির আগামী দিনের সংসদ সদস্য ইলিয়াসপত্নি তাহসিনা রুশদি লুনার নামে স্লোগানে মূখরিত হয়ে উঠে।
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ এর উপস্থাপনায় পথসভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, অবিভক্ত বালাগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল জিলু, উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোজাহিদুল ইসলাম , সহসভাপতি আব্দুল হাকিম, আব্দুর রুপ আব্দুল, শাহ মোহাম্মদ এহিয়া, শিব্বির আহমদ অদুদ, শাইশ্তা মিয়া , নুরুল ইসলাম সফিক, সিনিয়র যুগ্ন সম্পাদক কয়েছ চৌধুরী, মযহারুল ইসলাম মানিক, শাহিন মিয়া, এস.এম মাসুদ,সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ,জুয়েল মিয়া, প্রবাসী বিএনপি নেতা মাহমদ আলী, ওসমানীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু , ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মুফাজ্জল আলী, সহ দপ্তর সম্পাদক হুমায়ূন রশীদ চৌধুরী সফি, প্রচার সম্পাদক আব্দুল মালেক দুদু, সহ অর্থ সম্পাদক সোহেল আহমদ দলা, সহ প্রচার সম্পাদক ফজর আলী, নির্বাহী সদস্য ইসলাম উদ্দিন ,কাওছার আহমদ মরির , উসমানপুর ইউপি বিএনপি সভাপতি হারুনুর রশীদ,দয়ামির ইউপি বিএনপি সভাপতি হাজী সুজন আলী ,তাজপুর ইউপি বিএনপির সভাপতি আব্দুল হান্নান, গোয়ালাবাজার ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মান্নান বক্স ,উমরপুর বিএনপির সভাপতি আবুল বশর, উসমানপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন , দয়ামির ইউপি বিএনপির সাধারণ সম্পাদক হেলাল আহমদ, উমরপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক সাহেদ আহমদ চৌধুরী, গোয়ালাবাজার ইউপি বিএনপির সাধারণ সম্পাদক সুহেল আহমদ, তাজপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক জুনু মিয়া, পৈলনপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক দুলু মিয়া, সাদীপুর ইউপি বিএনপির সদস্য সচীব আব্দুর রব , বুরুঙ্গা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক লাহিন হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম, সাইফুল ইসলাম, রেজন আহমদ, ছালিকুর রহমান, ইসলাম উদ্দিন, ওসমানীনগর উপজেলা কৃষক দলের আহবায়ক মুক্তার আহমদ বকুল, সেচ্ছা সেবক দলের আহবায়ক রকিব আলী, যুগ্ন আহবায়ক লয়লুছ মিয়া, জুয়েল মিয়া, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, যুগ্ন আহবায়ক রাজু আহমদ, তাজপুর কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়েল আহমদ প্রমূখ।
বিক্ষোভ মিছিল ও পথসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল শ্রমিকদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, এম ইলিয়াস আলী শুধু সিলেট নয়, সারাদেশের মানুষের কাছে জনপ্রিয় নেতা ছিলেন। তাকে পরিকল্পিতভাবে গুম করা হয়েছে। কিন্তু ১৩ বছরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, যা একটি স্বাধীন দেশে গভীর উদ্বেগের বিষয়। তারা দ্রুত এম ইলিয়াস আলীর সন্ধান প্রদানের জোর দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, ইলিয়াস আলী ছিলেন দলের তৃণমূল থেকে উঠে আসা সাহসী কণ্ঠস্বর। তিনি জনগণের পক্ষে, অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন আন্দোলন চালিয়ে গেছেন। তার মতো নেতার অনুপস্থিতি শুধু বিএনপির জন্য নয়, পুরো জাতির জন্যই ক্ষতি। এদিকে কর্মসূচিকে সফল করতে গত কয়েকদিন ধরে উপজেলায় চালানো হয় বিরামহীন প্রচারণা। গ্রাম থেকে শহর পর্যন্ত পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও নানা রঙিন প্রচার সামগ্রী ব্যবহার করা হয়। বাজারের প্রবেশপথ ও মোড়ে মোড়ে শোভাপায় দলীয় পতাকা ও ব্যানার। প্রচারযন্ত্রে মিছিলের স্লোগান এবং ইলিয়াস আলীর নাম উচ্চারণে চারদিক মুখরিত হয়ে ওঠে।
জানা যায়, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ হন ২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে ঢাকার বনানী থেকে ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলীসহ এম ইলিয়াস আলী রহস্যজনক ভাবে নিখোঁজ হন। তাঁর গাড়িটি মহাখালী রেলগেটের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ইলিয়াস আলী ও তাঁর চালকের কোনো সন্ধান মেলেনি আজও। সিলেটের কোটি জনতার মানুষের এই নেতার সন্ধান দিতে না পারায় এবার সিলেট-২ আসেরন মানুষও ক্ষোভে প্রকাশ করছে।
ইলিয়াস আলী নিখোঁজের ঘটনার পর বিএনপি অভিযোগ করে বিগত সরকার ইলিয়াস আলীকে রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে ‘গুম’ করেছে। এ ঘটনায় সারাদেশে ব্যাপক বিক্ষোভ, হরতাল ও আন্দোলন হয়। আন্তর্জাতিক মহল থেকেও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। কিন্তু এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও আজও তাঁর কোনো খোঁজ মেলেনি।
এম ইলিয়াস আলী একজন জাতীয় রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের (২০০১-২০০৬) একজন সাবেক সংসদ সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০১০ সালে নির্বাচিত হয়ে তিনি দলগঠন সহ বিভিন্ন কর্মসূচিতে সম্নয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে তিনি সোচ্ছার হয়ে উঠেন। বিশেষ করে টিপাইমূখ বাঁধের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেন। এ কারণে সিলেটসহ সারা দেশে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। যার ফলে এম ইলয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানী ঢাকায় মধ্যরাতে তাকে এবং তার গাড়ি চালককে শেষবারের মতো দেখা গিয়েছিল। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া অভিযোগ আনেন যে, বিরোধীদের দমন নিপীড়নের অংশ হিসেবে আওয়ামী লীগের নিরাপত্তা বাহিনী তাদের অপহরণ করে। এমনটা দাবী স্থানীয় নেতা-কর্মীদেরও। স্বৈরাচারী সরকার হাসিনারর পতনের এক বছর অতিবাহিত। কিন্তু বর্তমান সরকার স্বাধীন হওয়া পরও এম ইলিয়াস আলীর কোন সন্ধান দিতে পারেনি! যার কারণে সিলেট-২ আসনের নেতা-কর্মীরা ফুঁসে উঠেছেন। তাদেও দাবী অতিত্ত্বও কোটি জনতার নেতা ইলিয়াম আলীকে ফিরত চাই।
দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ সিলেটের এই জনপ্রিয় নেতার সন্ধান না মেলায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে ক্ষোভ দেখা দিয়েছে। গতকাল রবিবার (১৭ আগস্ট) বিকেলে ওসমানীনগরে উপজেলার তাজপুরে ইলিয়াস আলীর সন্ধ্যানের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। এর আগে গত ৯ আগস্ট বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিশ্বনাথে সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ৪ আগস্ট ওসমানীনগর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ বলেন, আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা আমাদের নেতাকে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন বলেন, আমাদের প্রিয় নেতার জন্য আন্দোলনে কর্মসূচি দিয়ে রাজপথে আছি। ইলিয়াস ভাইয়ের সন্ধান না পাওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
Leave a Reply