একুশে সিলেট ডেস্ক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের অন্যমতম পর্যটনকেন্দ্র সাদা পাথর থেকে পাথর লুটের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ৫ দিন পেরিয়ে গেলেও প্রতিবেদন জমা দিতে পরেনি। যে কারণে প্রতিবেদন প্রদানের সময় আরো তিনদিন চেয়েছে তদন্ত কমিটি।
রোববার (১৭ আগস্ট) বিকেলে তদন্ত কমিটির প্রধান ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সার্বিক ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা জেলা প্রশাসকের কাছে আরো তিনদিন সময় চেয়েছি। আপাতত মৌখিকভাবে তিনদিন সময় পাওয়া গেছে, দিনের মধ্যে বর্ধিত সময়ের জন্য লিখিত অনুমতি পাওয়া যাবে।’
উল্লেখ্য, সাদা পাথর এলাকায় পাথর লুটপাটের ঘটনায় গত ১২ আগস্ট একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি করা হয়। রোববার (১৭ আগস্ট) সেই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিলো।
Leave a Reply