সর্বশেষ :
আ. লীগ সরকারের আমলে দায়ের করা মামলায় গ্রেফতার আলমগীর চেয়ারম্যান সিলেটের সাদা পাথর উদ্ধার নারায়ণগঞ্জে নবীজিকে নিয়ে কটুক্তি : শান্ত বানিয়াচংয়ে অশান্ত করতে একটি চক্র কাজ করছে, আল্টিমেটাম ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান শাহীনের কাছে বড় হার বাংলাদেশের বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকায় বলিউড নায়িকা কৃতি খালেদা জিয়ার জন্মদিনে কেক না কাটতে নেতা-কর্মীদের বিএনপির আহ্বান ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে: দুদু পাকিস্তানের যেকোনো দুঃসাহসের ফল হবে যন্ত্রণাদায়ক: ভারত নেটিজেনদের তোপের মুখে তাহিরপুরের স্বাস্থ্য কর্মকর্তা কমলগঞ্জে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে প্রচারাভিযান
নবীজিকে নিয়ে কটুক্তি : শান্ত বানিয়াচংয়ে অশান্ত করতে একটি চক্র কাজ করছে, আল্টিমেটাম

নবীজিকে নিয়ে কটুক্তি : শান্ত বানিয়াচংয়ে অশান্ত করতে একটি চক্র কাজ করছে, আল্টিমেটাম

কাওছার আহমেদ রাসেল
বানিয়াচংয়ে মহানবী হযরত মুহম্মদ (সাঃ)কে কটুক্তিকারী পাপন চন্দ্র গোপকে গ্রেফতারের দাবিতে তাওহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৪ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গণে মাওলানা শায়েখ মখলিসুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তাগণ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বানিয়াচং সব সময় অনন্য নজির স্থাপন করেছে। শান্ত বানিয়াচংয়ে অশান্ত করতে একটি চক্র কাজ করছে।সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে পাপন চন্দ্র গোপসহ চক্রটি পরিকল্পিত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবীকে নিয়ে কটুক্তি করেছে।সংখ্যাগরিষ্ট মুসলিম দেশে বসবাস করে পাপন চন্দ্র গোপ হযরত মুহম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করা কোনোভাবেই তৌহিদি জনতা মেনে না।

আগামী ২৪ ঘন্টার মধ্যে পাপন চন্দ্র গোপকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে বলে সমাবেশে হুশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব , (ওসি) মোঃ গোলাম মোস্তফা, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা বশির আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল অলি, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা গোলাম কাদির, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান,মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, মুফতি আমীর আহমদ, মুফতি এখলাছুর রহমান, মাওলানা নাসির উদ্দিন আনসারী ও ছাত্রনেতা রিমন আহমদ

এ ঘটনায় পাপন,পংকজ ও অনুপম কে অভিযুক্ত করে এডভোকেট দিদারুল আলম সৌরভ বাদী হয়ে দন্ডবিধি আইনের ১৫৩(ক)/২৯৫(ক) ধারায় হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল ৪ আদালতে অভিযোগ দায়ের করেন।আদালত অভিযোগ গ্রহণ করে অনুমতির জন্য ধর্ম মন্ত্রণালয়ে প্রেরনের আদেশ দেন।

মামলার আইনজীবি এডভোকেট তারেক শাওন বলেন,ধর্মীয় অবমাননার দায়ে মামলা করতে হলে সিআরপি আইনের ১৯৬ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়। বিঞ্জ আদালত অভিযোগ গ্রহন করে অনুমতির জন্য ধর্ম মন্ত্রনালয়ে প্রেরনের আদেশ দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff