ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান

একুশে সিলেট ডেস্ক
প্রতিহিংসা এড়িয়ে চললে দেশে সকল সম্ভাবনার দুয়ার উন্মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই হচ্ছে আগামী দিনের বিএনপির মূল রাজনীতি। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে- ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ অনু্ষ্ঠানের আয়োজন করে।

আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান বলেন, জীবনমান উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে বিএপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন।

তরুণদের সফলতার যাত্রাকে সহজ করতে বিএনপি পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামীতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ ও যুবশক্তিকে সব ধরণের সহায়তার লক্ষ্যে এরইমধ্যে বিএনপি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

প্রযুক্তি শিক্ষায় দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে তরুণ-যুবশক্তিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের সাফল্যযাত্রাকে সহজ করার জন্য বিএনপি সম্ভাব্য সকল পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কাজ করছে। বিএনপি বিশ্বাস করে— প্রযুক্তিনির্ভর তারুণ্য এবং যুবশক্তি গড়তে হলে প্রযুক্তিগত কর্মদক্ষতা অবশ্যই বাড়াতে হবে।

তিনি বলেন, নিজেদের প্রয়োজনে যুবশক্তিকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। পাশাপাশি সাংস্কৃতি প্রতিভা অন্বেষণের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও ‘নতুন কুঁড়ি’ চালু করবে বিএনপি। কারিগরি শিক্ষার পাশাপাশি ক্রীড়া শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff