বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জমে উঠেছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। এই ভাগাড় থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ, আর বাড়ছে মশা-মাছির উপদ্রব। এতে গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে বিদ্যালয়ের ৩৫০-৪০০ জন শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসচেতন ব্যক্তি ইচ্ছে করে স্কুলগেটের পাশেই বাসাবাড়ির ময়লা, পচা খাবারসহ সব ধরনের আবর্জনা ফেলে আসছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও পরিষ্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। জনপ্রতিনিধিরাও বিষয়টিতে উদাসীন।
শিক্ষার্থীরা জানায়, দুর্গন্ধের কারণে শ্রেণীকক্ষে পাঠগ্রহণে কষ্ট হয়, বমি বমি ভাব লাগে, এমনকি অনেকে অসুস্থ হয়ে পড়ে। ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত বলে, বিদ্যালয়ে যতক্ষণ থাকি, ততক্ষণ দুর্গন্ধ সহ্য করতে হয়। ক্লাসে মনোযোগ দেওয়া যায় না।
অভিভাবক আব্দুস সালাম জানান, দুর্গন্ধের কারণে গেটের সামনে দাঁড়ানো যায় না। আমার মেয়ে স্কুলে যেতে চায় না, জোর করে নিয়ে আসি। কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যায়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বলেন, ময়লার কারণে ক্লাস ও চলাচলে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে। পাশাপাশি মশার উপদ্রবও বাড়ছে। বর্ষায় সমস্যা আরও বেড়ে যায়।
বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান জানান স্কুল কর্তৃপক্ষ আমাকে বিষয়টি জানায়নি। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply