সর্বশেষ :
পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার

পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার

একুশে সিলেট ডেস্ক

পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ ঘোষণা দেন।

উপদেষ্টা বলেন, হারানো অস্ত্র উদ্ধারে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। এ জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। যারা এসব অস্ত্রের সন্ধান দেবেন, তাদের কী পরিমাণ অর্থ দেওয়া হবে, তা দ্রুত মিডিয়াকে জানানো হবে।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখন অসহিষ্ণু হয়ে পড়েছি। আগে সমাজে কোনো অপরাধ ঘটলে মানুষ এগিয়ে আসত তা থামাতে। এখন সবাই শুধু ভিডিও করে। অপরাধ প্রতিরোধ করা আমাদের সবার দায়িত্ব, কিন্তু কেউ তা করছে না। আইনশৃঙ্খলা বাহিনী সব জায়গায় থাকতে পারে না। তুহিন হত্যাকাণ্ড খুবই দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। কিন্তু হারানো জীবন ফিরবে না। আমাদের ধৈর্য্য ধরতে হবে, তাহলে এমন ঘটনা কমবে।

শেরপুরের এক ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে এক ব্যক্তি তার নানীকে মার খেতে দেখেও শুধু ভিডিও করছিল ইউটিউবে আপলোডের জন্য। এটা আমাদের সমাজের চরম অবক্ষয়। যদি সে চিৎকার করত, তাহলে অন্যরা সাহায্য করতে পারত।

দেশীয় অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, এসব অস্ত্র যারা তৈরি করছে, তাদের সতর্ক হতে হবে। আমরা তাদেরও আইনের আওতায় আনছি। তারা জানে, কারা এসব অস্ত্র ব্যবহার করছে।

এসময় তিনি জানান, আসন্ন সংসদ নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে থাকা আনসার সদস্যদের অস্ত্র প্রদান করার পরিকল্পনা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff