বিএনপিতে নির্বাচনী প্রস্তুতি

বিএনপিতে নির্বাচনী প্রস্তুতি

একুশে সিলেট ডেস্ক

প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বার্তা পাওয়ার পর নির্বাচনের প্রস্তুতির কাজ শুরু করছে বিএনপি। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। সেই লক্ষ্য ধরে এখন কাজ এগিয়ে রাখতে চাচ্ছে দলটি। দলীয় কর্মকাণ্ড সবই নির্বাচনকেন্দ্রিক করার নির্দেশনা দিয়েছেন বিএনপি’র হাইকমান্ড। একইসঙ্গে সমমনা দলগুলোকেও নির্বাচনের প্রস্তুতির বার্তা দেয়া হচ্ছে। শুক্রবার যুগপৎ আন্দোলনের শরিক জোট ও দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে বেশির ভাগ দলই স্বাগত জানিয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে জামায়াতের আমীরের দাবির বাস্তবায়ন মনে করলেও ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানিয়েছে দলটি। অন্যদিকে নির্বাচনের আগে সংস্কার, বিচার ও প্রশাসনের নিরপেক্ষতার প্রতিশ্রুতি চেয়েছে এনসিপি।

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর দেশে নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছিল। ওই সময় দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিলেও ভোট নিয়ে ছিল শঙ্কা। মঙ্গলবার প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্যদিয়ে সেই শঙ্কা কেটে গেছে বলে মনে করছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বলছেন, লন্ডন বৈঠকের পরও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়। সেই সুযোগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র করে। প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার মধ্যদিয়ে সেই রাজনৈতিক অচলাবস্থার দূর হয়েছে। দেশ এখন নির্বাচনী টানেলে ঢুকেছে। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনীমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মানবজমিনকে বলেন, প্রধান উপদেষ্টা তো একটা ডেডলাইন বলেছেন যে, সর্বশেষ ফেব্রুয়ারিতে কিংবা রমজানের আগে নির্বাচন হবে। কিন্তু সুনির্দিষ্ট করে নির্বাচন কমিশন দিন-তারিখ ঘোষণা করবে। ওটা করার পরেই আমাদের প্রক্রিয়া শুরু হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। এ ব্যাপারে বিএনপিও সহযোগিতা করবে, সরকারকেও আন্তরিক হতে হবে এবং জনগণকেও এগিয়ে আসতে হবে।

স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান মানবজমিনকে বলেন, নির্বাচন, জনগণের গণতান্ত্রিক ও ভোটাধিকার অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আমরা লড়াই ও সংগ্রাম করেছি। এটা আমাদের তৃণমূলের নেতাকর্মীরা জানেন। সেই (নির্বাচন প্রস্তুতি) নির্দেশনা তো আগেই দেয়া রয়েছে।

বিএনপি’র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপি’র নির্বাচনী ইশতেহার তৈরির কাজ শুরু হয়েছে। এটা চলমান রয়েছে। তফসিল ঘোষণার পর দলের ইশতেহার ঘোষণা করা হবে। ওদিকে আনুষ্ঠানিকভাবে বিএনপি’র দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ এখনো শুরু হয়নি। তবে ভেতরে ভেতরে দলের মনোনয়নপ্রত্যাশীদের খোঁজখবর নিচ্ছে। এবার তরুণদের বেশি প্রাধান্য দেয়া হবে। এক্ষেত্রে জনগণের সঙ্গে সম্পৃক্ততা, গ্রহণযোগ্যতা, ব্যক্তি সততা, শিক্ষা এবং জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যে যে নতুন বাংলাদেশ গঠনের চেতনা ধারণ, আন্দোলনে ভূমিকা, দলের প্রতি আনুগত্যতা, দেশপ্রেমসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।বাংলাদেশের পোশাক

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বিএনপি সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন ও সংগ্রাম করেছে। সেই লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। আর নির্বাচনী তফসিল ঘোষণার পরে ইশতেহারও ঘোষণা করা হবে। নির্বাচনী ইশতেহার তৈরির কাজ চলমান রয়েছে।

ওদিকে নির্বাচনী তফসিল ঘোষণার পর বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে কারা দলের মনোনয়নপ্রত্যাশী, তা মনোনয়ন ফরম দেখে তালিকা করবে বিএনপি। আবেদনকারীদের মধ্যে থেকে প্রার্থী যাচাই-বাছাই হবে। এক্ষেত্রে দল থেকে মতামত নেয়া হবে এবং জনমত যাচাই করা হবে। এরপরে প্রার্থী চূড়ান্ত করা হবে। প্রার্থী চূড়ান্ত করেন মনোনয়ন বোর্ড। এই বোর্ডের সদস্যরা হলেন- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। এ ছাড়া নির্বাচনকে ঘিরে ৩১ দফা কর্মসূচি নিয়ে ভোটারদের দোরগোড়ায় যাচ্ছে দলের নেতাকর্মীরা। একইসঙ্গে জুলাই বর্ষপূর্তি কর্মসূচি, সভা-সমাবেশ, কমিটি গঠন, কমিটি পুনর্গঠন, মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা নিয়েছে দলটি।

বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এরমান সালেহ প্রিন্স বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করা হবে। তৃণমূলের নেতাকর্মীদের আরও আগেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff