বাড়ছে সন্ত্রাসীদের দৌরাত্ম্য!

বাড়ছে সন্ত্রাসীদের দৌরাত্ম্য!

২৪ ঘণ্টায় চার জেলায় ৫ হত্যাকাণ্ড, ৬ মাসে সারা দেশে ১৯৪১ খুন

একুশে সিলেট ডেস্ক
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বাড়ছে সন্ত্রাসীদের দৌরাত্ম্য। প্রকাশ্যে ঘটছে একের পর এক লোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ড। বৃহস্পতিবার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে দেশের চার জেলায় ৫টি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশের হিসাব মতে, চলতি বছরের প্রথম ছয় মাসে সারা দেশে ১ হাজার ৯৩১টি খুনের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ঢাকা রেঞ্জে। সবচেয়ে বেশি খুন হয়েছে জুন মাসে। বিভিন্ন অপরাধে সারা দেশে মামলা হয়েছে ৯১ হাজার ৩৯৪টি। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকায় থাকা পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় মামলা হয়েছে ৩২৯টি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পুরোপুরি কঠোর ও আরও সক্রিয়তা জরুরি। এদিকে উদ্ধার না হওয়া অস্ত্রগুলো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরে সারা দেশে জানুয়ারি মাসে খুনের মামলা হয়েছে ২৯৪টি, ফেব্রুয়ারিতে ৩০০টি, মার্চে ৩১৬টি, এপ্রিলে ৩৩৬টি, মে মাসে ৩৪১টি, জুন মাসে ৩৪৪টি। এই ছয় মাসে মোট মামলা হয়েছে ১ হাজার ৯৩১টি। এদিকে ঢাকায় জানুয়ারি মাসে খুনের মামলা হয়েছে ৩৬টি, ফেব্রুয়ারিতে ৩৮টি, মার্চে ৩৩টি, এপ্রিলে ২৯টি ও মে মাসে ৩২টি, জুনে ৪৯টি। এই ছয় মাসে শুধু ঢাকায় খুনের মামলা হয়েছে ২১৭টি। এবং বিভিন্ন অপরাধে সারা দেশে মামলা হয়েছে ৯১ হাজার ৩৯৪টি। এদিকে ২০২৪ সালে বিভিন্ন অপরাধে সারা দেশে মামলা হয়েছে ১ লাখ ৭২ হাজার ০৫টি। এ বছরে জানুয়ারি মাসে খুনের মামলা হয়েছে ২৩১টি, ফেব্রুয়ারিতে ২৪০টি, মার্চে ২৩৯টি, এপ্রিলে ২৯৬টি, মে মাসে ২৫৯টি, জুন মাসে ২৬৮টি, জুলাইতে ৩৩৪টি, আগস্ট মাসে ৬২৬টি, সেপ্টেম্বরে ২৮৩টি, অক্টোবরে ২৪৯টি, নভেম্বরে ২১১টি, ডিসেম্বরে ২০৪টি। এ বছরে মোট খুনের মামলা হয়েছে ৩ হাজার ৪৩২টি। এবং শুধু ডিএমপিতে খুনের মামলা হয়েছে জানুয়ারিতে ১১টি, ফেব্রুয়ারিতে ৪টি, মার্চে ১৮টি, এপ্রিলে ১৪টি, মে মাসে ১৬টি, জুন মাসে ১৩টি, জুলাই মাসে ৫৯টি, আগস্টে ১১৯টি, সেপ্টেম্বরে ২৮টি, অক্টোবরে ২০টি, নভেম্বরে ১৩টি এবং ডিসেম্বরে ২৪টি। শুধু ডিএমপিতে ৩৩৯টি খুনের মামলা হয়েছে।

মামলার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ঢাকা রেঞ্জে সবচেয়ে বেশি খুনের ঘটনা সংঘটিত হয়েছে। এ বিভাগে গত ৬ মাসে ৪৫৮টি খুনের মামলা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জে ১১১টি, চট্টগ্রাম রেঞ্জে ৩৪০টি, সিলেট রেঞ্জে ১০৮টি, খুলনা রেঞ্জে ১৮২টি, বরিশাল রেঞ্জে ৭৬টি, রাজশাহী রেঞ্জে ১৭৫টি, রংপুর রেঞ্জে ১২৪টি।

দেশে প্রায় কোনো না কোনো অপরাধের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এ সকল ঘটনায় আতঙ্ক কাটছে না জনমনে। গত ১৩ই মে রাজধানীর সোহ্‌রাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চ এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহত হন। তিনি ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। ঘটনার দিন রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত ২১শে এপ্রিল রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. আরমান হোসেন (২২) নামের এক তরুণ নিহত হন। এদিকে শুক্রবার রাতে মোহাম্মদপুরে দুর্গা মন্দির গলিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রকাশ্যে মো. নূর ইসলাম (২৬) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত নুর ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজন কাঠি গ্রামের আবুল ফকিরের ছেলে। তিনি শংকরে থাকতেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক মানবজমিনকে বলেন, বর্তমান সময়ে খুন, অপহরণ, ডাকাতি, ছিনতাই ও নারী এবং শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধগুলো অনেক বেড়েছে। বর্তমানে যে অপরাধগুলো হচ্ছে তার প্রেক্ষাপটে আমরা এটি স্পষ্ট দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে অপরাধীদের শক্তি অনেক বেড়ে গেছে। দেশে একটি চক্রই তৈরি হয়েছে যারা অপরাধটি তার আয়-উপার্জনের উৎস মনে করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধ দমাতে আরও কঠোর হতে হবে। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান মানবজমিনকে বলেন, জুলাই-আগস্ট আন্দোলন পরবর্তী সময়ে এই সংক্রান্ত অনেক মামলা হয়েছে। এমনকি এর আগের ঘটনাও আছে। যদি মামলার পরিসংখ্যান ধরি, তাহলে ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু খুব বেশি না। এখানে আগের বেশ কিছু মামলা রয়েছে। জুলাই-আগস্ট আন্দোলন পরবর্তী সময়ে পুলিশকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। অপরাধ দমন করতে গিয়ে অনেক সময় পুলিশ সদস্যরা আক্রমণের শিকার হয়েছে। জুলাই-আগস্টের পরে যেমন পরিস্থিতি ছিল সেটি বর্তমান সময়ে অনেকটা স্বাভাবিক হয়েছে। অপরাধ দমনে আমরা সবসময় কঠোর অবস্থানে রয়েছি।

এক রাতে চার জেলায় ৫ নৃশংস হত্যাকাণ্ড
এক রাতে দেশের চার জেলায় পাঁচটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে বৃহস্পতিবার রাতে গাজীপুরে শত শত মানুষের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গাজীপুরের টঙ্গীতে একটি স্যুটকেসে এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। একই রাতে মৌলভীবাজার শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হার্ডওয়্যার ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঘাতকরা। নাটোরের লালপুরে প্রাইভেটকার থামিয়ে চালককে হত্যা করে দুর্বৃত্তরা। এ ছাড়া সিলেট নগরীর কীন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে ডালিম আহমদ নামে এক যুবককে খুন করা হয়েছে। এসব ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে জানান, বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডের সিএনজি স্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজ দোকানেই নিহত হয়েছেন ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল (৫৪)। রুবেল প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। মাগরিবের নামাজের জন্য দোকানের পেছনের অংশে যান তিনি। এ সময় টার্গেট করে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে।

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে জানান, সিলেট নগরীর কীন ব্রিজ এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে ছুরিকাঘাতে ডালিম আহমদ নামে এক যুবককে খুন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রজব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। নিহত ডালিম ময়মনসিংহের নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে। ঘটনার সময় ডালিম ও হামলাকারী একত্রে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ হামলাকারী ছুরি বের করে ডালিমকে আঘাত করে। স্থানীয়রা ডালিমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, গাজীপুরে আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত আটটার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে।

স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে জানান, গতকাল সকালে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি বিরিয়ানির দোকানের সামনের রাস্তায় একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। কৌতূহলবশত কয়েকজন ব্যক্তি সেটি খুলে দেখেন, সেখানে খণ্ডিত মরদেহ। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ সকাল ৯টার দিকে এটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা তাকে হত্যা করে বেশ কয়েকটি টুকরা করে ব্যাগে ভরে ওই স্থানে ফেলে পালিয়ে গেছে।

লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নাটোরের লালপুরে সাইদুর রহমান (৩৫) নামের এক প্রাইভেটকার চালক ও প্রশিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহেরমালি গ্রামের মো. তাওহীদুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff