সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছেই

সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছেই

নিজস্ব প্রতিবেদক

সিলেটে টানা ৪ দিনের বৃষ্টির বৈরিতা থেমেছে। তবে উজানে ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যে বৃষ্টি ঝরছেই। আর তাই বাড়ছে এ অঞ্চলের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি।

বুধবার ( ৬ আগস্ট) পানি উন্নয়ন বোর্ড সিলেটের দেওয়া প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমার পানি ছিল ১২ দশমিক ০৪ মিটার। বুধবার সকাল ৬টায় এ পয়েন্টে পানি বেড়ে দাঁড়ায় ১২ দশমিক ১১ মিটার। আর সন্ধ্যা ৬টায় পানি ছিল ১২ দশমিক ১৯ মিটার। এ পয়েন্টে সুরমা কিন্তু বিপৎসীমার মাত্র ৫৬ সেন্টিমিটার নিচে।

সিলেট পয়েন্টে সুরমা পানি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ছির ৯ দশমিক ৩৫ মিটার। বুধবার সকাল ৬টায় পানি বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ৪৬ মিটার। আর সন্ধ্যা ৬টায় পানি কিছুটা কমে দাঁড়ায় ৯ দশমিক ৩৯ মিটার।

আমলশীদে কুশিয়ারার পানি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ছির ১৪ দশমিক ৫৮ মিটার। বুধবার সকাল ৬টায় এ পয়েন্টে পানি বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ৯০ মিটার। আর সন্ধ্যা ৬টায় পানি বেড়ে দাঁড়ায় ১৫ দশমিক ১৬ মিটার। এ পয়েন্টে কুশিয়ারার পানি বিপৎসীমার মাত্র ২৪ সেন্টিমিটার নিচে।

শেওলায় কুশিয়ারার পানি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ছিল ১১ দশমিক ৭৮ মিটার। বুধবার সকাল ৬টায় এ পয়েন্টে পানি বেড়ে দাঁড়ায় ১২ দশমিক ০৫ মিটার। আর সন্ধ্যা ৬টায় ১২ দশমিক ৩২ মিটার। এ পয়েন্টে কুশিয়ারার পানি বিপৎসীমার মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারার পানি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ছিল ৮ দশমিক ৮৯ মিটার। বুধবার সকাল ৬টায় এ পয়েন্টে পানি বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ০২ মিটার। সন্ধ্যা ৬টায় এ পয়েন্টে পানি ছিল ৯ দশমিক ২১ মিটার। এ পয়েন্টে পানি ছিল বিপৎসীমার মাত্র ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে।

শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ছিল ৭ দশমিক ৪৮ মিটার। বুধবার সকাল ৬টায় পানি বেড়ে দাঁড়ায় ৭ দশকি ৮৩ মিটার। আর সন্ধ্যা ৬টায় পানি ছিল ৭ দশমিক ৯৭ মিটার। এ পয়েন্টে কুশিয়ারর পানি প্রবাহিত হচ্ছিল বিপৎসীমার মাত্র ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে।

এছাড়া সিলেটের পাহাড়ী নদী লোভা, সারি, ডাউকি, সারিগোয়াইন ও ধোলাইয়ের পানি হ্রস-বৃদ্ধির মাঝেই আছে।

জানা গেছে, সিলেট অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমলেও উজানে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে এখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাই বৃহস্পতিবারের মধ্যে সুরমা কুশিয়ারার কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff