নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির, পৌর বিএনপির দু গ্রুপে পৃথকভাবে , জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৪’র জুলাই আগষ্ঠে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার বিভিন্ন সময়ে বিজয় র্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় অংশ নেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী।
মঙ্গলবার বিকাল ৪ টায় নবীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপির একাংশসহ যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিশাল বর্ষপূর্তির র্যালী ও গণমিছিলটি নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে উপজেলা সদরের সারা শহর প্রদক্ষীন করে পুণঃরায় নতুন বাজার মোড়ে মিলিত হয়। পরে এক মিনিট নিরবতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা। উপজেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ ও নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান ওলির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, বিশেষ অতিথি ছিলেন আমেরিকা শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল আলী নান্টু। অন্যান্যের বক্তব্য রাখেন বয়েত উল্লা, তৌহিদুল ইসলাম চৌধুরী, মুশফিকুজ্জাম চৌধুরী নোমান, মোশাহিদ আলম মুরাদ প্রমুখ।
এর আগে দুপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশ নবীগঞ্জের উদ্যোগে শহরে জুলাই বিপ্লবের বর্ষপুর্তিতে বিশাল গণ মিছিল শেষে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে পথ সভায় মিলিত হন। জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি ও নবীগঞ্জ বাহুবল আসনে দলের মনোনিত এমপি প্রার্থী শাহজাহান আলী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাইদুর রহমান, মাওঃ এমদাদুল হক প্রমুখ। বেলা ১২ টায় সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী ও পৌর বিএনপির আহ্বায়ক ছালিক মিয়ার নেতৃত্বে শহরে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে পৌর বিএনপি নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী নেতৃত্বে আরেকটি আনন্দ শুভাযাত্রা শহর প্রদক্ষিণ করা হয়।
Leave a Reply