একুশে সিলেট ডেস্ক
সরকার ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ঘোষণা করবে। এ দিবসকে ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (০৪ আগস্ট) আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে। আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এক বছর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এ অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে যায়নি। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতে যে সরকার আসবে তারা হয়তো আরও ভালো করবে।
জাহাঙ্গীর আলম বলেন, ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। ৩ আগস্ট ঘিয়ে এমন নাশকতার আশঙ্কার কথা ছড়ানো হয়েছিল। তবে ৩ তারিখে সবকিছু ঠিকঠাক হয়েছে। ৫ আগস্টেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
তিনি বলেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মাদকের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। মাদকের ক্ষেত্রে রুই-কাতলারা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে নেবে না তা কমিশনের সিদ্ধান্ত। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করবে।
Leave a Reply