সর্বশেষ :
সিলেটে বন্যার আশঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

সিলেটে বন্যার আশঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

স্টাফ রিপোর্টার

সিলেটে ১২ ঘন্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সোমবার (৪ আগস্ট) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগের ১২ ঘন্টায় আরও ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

এদিকে, ভারি বর্ষণ ও উজান থেকে ঢল নেমে সিলেট বিভাগের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার (৩ আগস্ট) সকালের বুলেটিনে কেন্দ্র জানায়, সিলেট ও সুনামগঞ্জ জেলার বেশ কয়েকটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্ভাবাস অনুযায়ী সোমবার সকাল ৮টা থেকে সিলেট ভারি বর্ষণ শুরু হয়। দিনভর ভারি বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ভারতের মেঘালয় রাজ্যেও একই সময়ে ভারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। সবমিলিয়ে বৃষ্টির পানির সঙ্গে উজানের ঢল নেমে নিম্নাঞ্চল তলিয়ে যেতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, সিলেটে আরও তিনদিন ভারি বর্ষণ হতে পারে। এরকম বৃষ্টি অব্যাহত থাকলে নদনদীর পানি বাড়তে পারে। এছাড়াও ভারতের মেঘালয় রাজ্যেও ভারি বর্ষণ হচ্ছে। যদি সেখানেও বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে সিলেটে প্রভাব পড়তে পারে।

এর আগে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এক প্রতিবেদনে জানান, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের লাউড়েরগড় ও মহেশখলায় যথাক্রমে ১৫২ ও ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সময়ে সিলেটের লালাখাল, লাতু, কানাইঘাট ও জাফলংয়ে ৫৭ থেকে ১১২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।

এ ছাড়া ভারতের মেঘালয় ও পশ্চিমবঙ্গ রাজ্যেও অতি ভারী বর্ষণ হওয়ায় উজান থেকে নতুন ঢল নামার সম্ভাবনা রয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff