সর্বশেষ :
বিলেতে সাংবাদিক শামীমের বাগানে লাউয়ের বাম্পার ফলন টাঙ্গুয়ার হাওরে প্লাস্টিকের চাঁই ও জাল পুড়িয়ে ধ্বংস টিটি দলের দায়িত্ব নিচ্ছেন ২৫ বছর বয়সি থাই কোচ বলি ইন্ডাস্ট্রিতে প্রবেশের পর যে বিড়ম্বনায় পড়েছিলেন বিদ্যা বালান ১৮ তলা থেকে পড়ে বেঁচে গেল তিন বছরের শিশু তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান ‘আ. লীগ ক্ষমতায় এলে দেইখ্যা নেব’, ছাতক থানার ওসিকে হুমকি সিলেটের কুমারগাঁও গ্রিডের পাওয়ার স্টেশন ১৯ দিন ধরে বন্ধ, কবে চালু হবে? জৈন্তাপুরে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা জকিগঞ্জে নির্বাচনের সাড়ে ৩ বছর পর ইউপি চেয়ারম্যানের শপথ নিলেন বিএনপি নেতা হাসান
‘যেখানে পাবে সোজা গুলি করবে’

‘যেখানে পাবে সোজা গুলি করবে’

নিউজ ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ফোনালাপ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার ৩ আগস্ট সূচনা বক্তব্যের সময় তিনি এই ফোনালাপ তুলে ধরেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সূচনা বক্তব্যের পর একজন সাক্ষী সাক্ষ্য দেন।

ফোনালাপে স্পষ্ট করেই মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার কথা বলতে শোনা যায়। আন্দোলনকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই যেন গুলি করা হয় এমন নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা।

তাপসের সঙ্গে ফোনালাপ

শেখ হাসিনা: দরকার নাই, ওটা দরকার নাই। আমি সেনাপ্রধানের সাথে কথা বলছি, ওরা রেডি থাকবে ঠিক আছে! এখনতো আমরা অন্য ইয়ে করতেছি। ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টারে, ইয়ে হচ্ছে মানে, কয়েক জায়গায়।

তাপস: তাহলে ওই কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে?

শেখ হাসিনা: সবগুলিকে অ্যারেস্ট করতে বলেছি রাতে।

তাপস: হ্যাঁ, পাকড়াও, পাকড়াও করলে ওদেরকে…

শেখ হাসিনা: না, ওটা বলা হয়ে গেছে, ওটা নিয়ে র‍্যাব, ডিজিএফআই, এনএসআই, সবাইকে বলা হইছে যে যেখান থেকে যে কয়টা পারবা ধইরা ফেলো।

তাপস: জ্বী

শেখ হাসিনা: না, ওটা বলা আছে। আর যেখানে গেদারিং দেখবে সেখানে ওই ওপর থেকে, এখন ওপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হইছে কয়েকটা জায়গায়।

তাপস: জ্বী

শেখ হাসিনা:…হইয়া গেছে।

তাপস: জ্বী, জ্বী, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় ওরা যাচ্ছে একটা—আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলল।

শেখ হাসিনা: মোহাম্মদপুর থানার দিকে?

তাপস: হ্যাঁ

শেখ হাসিনা: ওখানে পাঠাইয়া দিক র‍্যাবকে

তাপসা: জ্বি, তাহলে আপনার নির্দেশনা লাগবে, উনি এখনো মানে…

শেখ হাসিনা: আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি এখন, এখন লেথাল উইপেন ব্যবহার করবে। যেখানে পাবে সোজা গুলি করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff