নবীগঞ্জ প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘জনগণের টাকা লুট করে কানাডা, দুবাই, মালয়েশিয়া এমনকি লন্ডনেও অনেকে বাড়ি তৈরি করেছেন। ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর তৈরি না হয়, সেজন্য সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।’
হবিগঞ্জে আজ রোববার নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব মন্তব্য করেন বিএনপির এই নেতা। আজ সকালে উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. এজেডএম জাহিদ হোসেন।
এ সময় জাহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের জনগণ চায় না ভবিষ্যতে গণতন্ত্র নিয়ে কোনো ধরণের ছলচাতুরি হোক। জনগণ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় এবং তাদের সম্পদ লুট করে বিদেশে বাড়িঘর তৈরি না হয়–তা নিশ্চিত করতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আশাবাদী, ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। শাহাবউদ্দিন সাহেব যদি তিন মাসে পারেন, অন্যরা যদি পারেন—আপনারা কেন পারবেন না? তাহলে কি আপনাদের আন্তরিকতার অভাব রয়েছে? আমরা সেটা বিশ্বাস করতে চাই না।’
এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাখাওয়াত হাসান জীবন, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, মিফতা সিদ্দিকী, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, যুক্তরাষ্ট্রের শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী প্রমুখ।
Leave a Reply