জকিগঞ্জ প্রতিনিধি
নির্বাচনের সাড়ে তিন বছর পর সিলেটের জকিগঞ্জে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন বিএনপি নেতা হাসান আহমদ।
রোববার (৩ আগস্ট) বিকেলে সিলেটের জেলা পরিষদ সম্মেলন কক্ষে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ তাঁকে শপথ পাঠ করান ।
এর আগে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ হাজার ১৩৭ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আফতাব আহমদকে বিজয়ী ঘোষণা করা হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি ঘরানার প্রার্থী হাসান আহমদ চশমা প্রতিকে পান ২হাজার ৯৭৮ ভোট।
পরে কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার জন্য সিলেটের নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন হাসান আহমদ। দীর্ঘদিন পর ভোট গণনা শেষে ৭৮ ভোট বেশি পাওয়ার হাসান আহমদকে বিজয়ী ঘোষণা করেন সিলেটের সিনিয়র সহকারি জজ আদালতের বিচারক।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল আহমদ, সিলেট মহানগর বিএনপির ৩৯;র যুগ্ম সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম ও জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালীসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিপূল সংখ্যক নেতৃবৃন্দ ও জকিগঞ্জ ইউনিয়নের সাধারণ জনগণ।
ইউপি চেয়ারম্যান হাসান আহমদ বলেন, ‘আদালতের রায়ে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করায় আমি অত্যন্ত খুশি। জকিগঞ্জ ইউনিয়নের জনগণের প্রদি আমি কৃতজ্ঞ। তারা আমাকে নির্বাচিত করলেও বিগত আওয়ামী সরকারের অনুগত নির্বাচন কমিশন কারচুপি করে নৌকার প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে।’
আগামী দিনের সুন্দর পথচলায় আমার প্রিয় ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
Leave a Reply