নিজস্ব প্রতিবেদক
সিলেটের সুরমা নদীতে বালুবাহী নৌকার চলাচল নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই) ভোরে শহরতলির মুক্তিগাঁও এলাকায় এই ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করে চারজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীপথে বালু বহনের সময় কে আগে যাবে—এই বিষয়টি নিয়ে দু’টি নৌকার মাঝিদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।
খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ থামলেও চারজনকে আটক করে থানায় নেওয়া হয়।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নৌচলাচল নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছিল। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি শান্ত করি। আটক ব্যক্তিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা এড়াতে নদীপথে নজরদারি জোরদার করা হবে।”
Leave a Reply