প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগরস্থ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলোয়াড়দের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদ। একই সঙ্গে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (৩০ জুলাই) দুপুরে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র সংসদের সভাপতি আজিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রুমাল আহমদ রিমেল।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও রুস্তমপুর কলেজের প্রভাষক সোলেমান উদ্দিন, পশ্চিম জাফলং ক্রীড়া ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্র সংসদের সাবেক সভাপতি মনজুর আহমদ প্রমুখ।
বক্তারা জানান, “খেলোয়াড়দের উপর হামলা করে ক্রীড়াঙ্গনকে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যেই অতর্কিত এ হামলা চালানো হয়েছে। মানববন্ধন থেকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্যের দাবি করে বক্তারা আরও বলেন এ ঘটনায় থানায় দায়েরকৃত মামলা দ্রুত আমলে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার দাবি করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারে ব্যর্থ হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।”
মানববন্ধনে স্থানীয় ক্রীড়াবিদ, সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য: গত ২৮ জুলাই বিকেলে ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে চলমান একটি টুর্নামেন্টের ম্যাচ চলাকালে গোল দেওয়াকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় খেলোয়াড়সহ কয়েকজন দর্শক আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply