সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ জুলাই ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে  পাঠকদের জন্য-

হামলায় ‘বিরতি’র ঘোষণা দিয়েও ৬৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টা হামলায় ‘বিরতি’ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। কিন্তু এই ঘোষণার পরেও ইসরায়েলের আগ্রাসনে গাজাজুড়ে কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে।

গাজায় ‘খাদ্য কেন্দ্র’ চালু করবে যুক্তরাষ্ট্র, থাকবে না বেড়া
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে ‘খাদ্য কেন্দ্র’ স্থাপন করবে যুক্তরাষ্ট্র, যাতে ক্ষুধার্ত মানুষেরা সহজে খাদ্য সহায়তা পেতে পারে।

যুদ্ধ বন্ধে পুতিনকে ‘১০-১২ দিন’ সময় দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি আগের দেওয়া ৫০ দিনের সময়সীমা কমিয়ে ১০ থেকে ১২ দিন নির্ধারণ করেছেন।

‘তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি ‘তাৎক্ষণিক এবং শর্তহীন’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা এ দুটি দেশের মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষ নিরসনের লক্ষ্যে একটি জরুরি পদক্ষেপ।

বাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন
বাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্য দিয়ে বিশ্বের দুই বড় অর্থনৈতিক অংশীদারের মধ্যে মাসব্যাপী চলা অচলাবস্থার অবসান হলো।

যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য চুক্তিতে লাভ হলো কার?
কয়েক মাস ধরে চলা উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে বাণিজ্য চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি আসন্ন বাণিজ্য যুদ্ধ এড়াতে সাহায্য করেছে।

থাইল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৫
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্দুকধারীর হামলায় পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও একজন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) দেশটির একটি জনপ্রিয় ফুড মার্কেটে ওই হামলার ঘটনা ঘটেছে।

সিরিয়ায় সেপ্টেম্বরে নির্বাচন
আল-আসাদের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ায় নির্বাচন হতে যাচ্ছে। দেশটিতে আগামী সেপ্টেম্বরে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন প্রক্রিয়া পরিচালনার দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থার প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসরায়েলকে চাপ না দেওয়া দেশগুলোও হয়তো গাজা হত্যাকাণ্ডে ‘সহযোগী’
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, যেসব দেশ ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে না, তারাও হয়তো গাজা হত্যাকাণ্ডে ‘সহযোগী’। এসব দেশ ইসরায়েলকে সহযোগিতা করে থাকতে পারে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে আসাম থেকে এনআরসি নোটিশ পেলেন পশ্চিমবঙ্গের তিনজন
আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল-৪ কামরূপ থেকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের তিন বাসিন্দাকে। তারা হলেন উত্তম ব্রজবাসী, নিশিকান্ত দাশ এবং অঞ্জলী শীল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff