একুশে সিলেট ডেস্ক
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী (অতিরিক্ত সচিব) বলেছেন, দেশপ্রেমিক মানুষদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। যাদের চিন্তা চেতনা ও মননে থাকবে দেশপ্রেম। সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বনির্ভর দেশ গঠনের স্বার্থে সবশ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। কৃষি সম্পদে ভরপুর এদেশকে আরো সমৃদ্ধ জাতিতে পরিণত করতে কৃষকদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। আধুনিক বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ। তাই কৃষিকে আরো যুগোপযোগি করে নতুন নতুন ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, সিলেটের কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এ অঞ্চলের কৃষি উন্নয়ন উন্নয়ন প্রকল্প এখানকার কৃষিকে অনেক দূর নিয়ে গেছে। অনেক পতিত জমিতে আজ ফসল উৎপাদন হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে কৃষি যন্ত্রপাতি সরবরাহ এবং পর্যাপ্ত কৃষক প্রশিক্ষণ বৃদ্ধি করতে হবে। তিনি সিলেট অঞ্চলের কৃষি উন্নয়নকে আরো তরান্বিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা করেন।
তিনি রবিবার (২৭ জুলাই) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত), কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামার বাড়ী ঢাকা কর্তৃক আয়োজিত আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক কর্মপরিকল্পনা প্রনয়ন বিষয়ক জেলা কর্মশালা ২০২৫এ প্রধান অতিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেটের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও এডিএসআরএমটিপি এর উপ পরিষদ আব্দুল মান্নান এর পরিচালনায় জেলা কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য, রাখেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. আব্দুল মুকিত, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ ফুয়াদ মন্ডল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর প্রকল্প পরিচালক মোঃ রকিব উদ্দিন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাতক উপজিলো কৃষি অফিসার তৌফিক হাসান খান, গীতা পাঠ করেন সদর উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার দাশ। এডিএসআরএমটিপি আয়োজিত কর্মশালায় সিলেট ও সুনামগঞ্জ জেলার কৃষি সংশ্লিষ্ট অফিসার ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply