শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে জার্মানিতে ‘সাস্টিয়ান রি-ইউনিয়ন ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার (২ আগস্ট)। মিউনিখ শহরে এ মিলনমেলা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।
আয়োজকরা জানান, এ আয়োজন শুধু একটি পুনর্মিলনী নয়, এ যেন পুরনো স্মৃতির তর্পনে, হৃদি ভেসে যায় অলকানন্দা জলে। জার্মানিতে প্রাক্তন সাস্টিয়ানদের প্রাণের সংগঠন SUSTian-DE এ নিয়ে চতুর্থবারের মতো করছে এ আয়োজন।
তারা জানান, বিদেশের মাটিতে সাস্টিয়ানরা কখনো একা থাকে না। নতুন শহরে কারও বাসা খোঁজার দরকার হলে, কোথাও চাকরির ইন্টারভিউর জন্য সাহস দরকার হলে কিংবা বিদেশে বিভুইয়ে এক বৃষ্টিভেজা সন্ধ্যায় মন খারাপ হলে, একজন সাস্টিয়ান পাশে এসে দাঁড়ায় আরেকজনের। এই বন্ধনই হয়তো আমাদেরকে টিকিয়ে রাখে প্রবাসের জীবন সংগ্রামে। সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে মনোমুগ্ধকর একটি মিলনমেলা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে থাকবে সঙ্গীত, স্মৃতিচারণ, শিশুদের জন্য খেলার আয়োজন, দেশীয় খাবারের স্বাদ আর ক্যাম্পাস জীবনের গল্পে ভরপুর এক আড্ডার আসর।
পুনর্মিলনীর অন্যতম প্রধান উদ্যোক্তা মাহাদী বলেন, ‘এই রিইউনিয়ন শুধু একটা ইভেন্ট না, এটা একটা আবেগ। আমরা এখানে শুধু দেখা করতে আসি না, আমরা নিজেদের শিকড় খুঁজি, নিজেদের ফিরে পাই। এ যেন প্রবাসে সাস্টের এক কিলো রোড।’
Leave a Reply