মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার বেজুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মাঝখান দিয়ে দ্রুতগতিতে যাওয়ার চেষ্টা করেন মোটরসাইকেল আরোহী। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। নিহত ব্যক্তির নাম মো. এনায়েতুর রহমান (৩৮) এবং তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গুলকিবাড়ি গ্রামের মো. মতিউর রহমানের ছেলে বলে শনাক্ত করা হয়েছে।
দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ধুলিয়া গ্রামের আয়াত আবিয়াত খান জেন এবং অজ্ঞাতনামা সিএনজি অটোরিকশা চালক আহত হন। স্থানীয়রা গুরুতর আহত আয়াত আবিয়াত খানকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply