বাংলাদেশকে রক্ষা করতে ফ্যাসীবাদ বিরোধী সকল শক্তি এক হতে হবে : এনসিপি

বাংলাদেশকে রক্ষা করতে ফ্যাসীবাদ বিরোধী সকল শক্তি এক হতে হবে : এনসিপি

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

বিভিন্ন শক্তি সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মানুষের অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকা ঠিক হবে না। অন্তবর্তী সরকার তরুণদের আশাহত করেছে। এছাড়া পুলিশ হত্যার দায় ‘২৪ এর যোদ্ধাদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জেলার শহিদ মিনার থেকে জুলাই পদযাত্রায় অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বেরির পাড় সভাস্থলে গিয়ে শেষ হয়।

দুপুরে মৌলভীবাজারে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

শুরুতেই এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ৩ আগষ্ট রাজপথ থেকে জুলাই সনদ আদায়ের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারের আশ্বাসে তারা আর বিশ্বাস রাখতে চায় না। এ সময় সব ষড়যন্ত্র রুখে দিয়ে সবাইকে এক থাকার আহবান জানান দলের সদস্যসচিব আখতার হোসেন ।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা আর সরকারের কথা বিশ্বাস করতে চাই না। জনগণের ঘোষণাপত্র এখন রাজপথে জনগণই দেবে।’ আখতার হোসেন বলেন, ‘কোনো ধরনের জাতিগত ভেদাভেদে আমরা আর থাকতে চাই না। এ বাংলাদেশকে রক্ষা করতে হলে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে একত্রিত হতে হবে।’

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন শক্তি সংস্কার, নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে। অন্তর্র্বতী সরকার তরুনদের আশাহত করেছে উল্লেখ করে দলটির এ শীর্ষ নেতা অভিযোগ করেন, পুলিশ হত্যার দায় ’২৪ এর যোদ্ধাদের ওপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা চলছে।

তিনি বলেন, ‘একটি নতুন বাংলাদেশ লাগবে। একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরোনো সিস্টেমে, পুরোনো আইনে আমরা আর বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে কিছু রাজনৈতিক শক্তি।’

পরে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের সাথে জেলা পরিষদ অডিটরিয়ামে অপেক্ষারত চা শ্রমিক ও অন্যান্য জাতিগোষ্ঠির সাথে মিলিত না হয়ে মহসিন অডিটরিয়ামে চা শ্রমিক নেতৃবৃন্দসহ অনেকের সাথে সাক্ষাত করেন।

এসময় জেলা পরিষদ অডিটয়িামে অপেক্ষারত চা শ্রমিক মহিলা, পুরুষ ও অন্যান্য জাতিগোষ্ঠির মানুষের বিরুপ মন্তব্য করতে দেখা যায়।

মৌলভীবাজারের পর কিশোরগঞ্জে পদযাত্রায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি শ্রীমঙ্গল থেকে রওয়ানা দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff