নিজস্ব প্রতিবেদক
সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) আনুমানিক পৌনে ২টার দিকে সিলেট নগরীর তালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. আফতাব উদ্দিন (৪৫), কয়েছ উদ্দিন (২০), মো. ফয়জুল ইসলাম (৪৩), মো. পারভেজ মিয়া (২৪), মোছা. মাহিনুর আক্তার (১৯), রোকেয়া বেগম (৪০)।
জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক পৌনে ২টার দিকে সিলেট নগরীর তালতলা এলাকায় ‘ছাদী গেষ্ট হাউস’আবাসিক হোটেল এর ২য় তলার ৬০৬ নং কক্ষে গোয়েন্দা পুলিশের অভিযান পরিচালনা করে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিষয়ে কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং- ৩০৮, তারিখ-২৪/০৭/২০২৫ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সিলেট নগরীর তালতলা এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিষয়ে কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং- ৩০৮, তারিখ-২৪/০৭/২০২৫ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
Leave a Reply