জুলাই আন্দোলনের ‘শহীদ রুদ্র সেন ছিলেন একটি আদর্শের প্রতীক : বিভাগীয় কমিশনার

জুলাই আন্দোলনের ‘শহীদ রুদ্র সেন ছিলেন একটি আদর্শের প্রতীক : বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার
ঐতিহাসিক জুলাই আন্দোলনের শহীদ রুদ্র সেনের আত্মত্যাগ স্মরণে তাঁর নিহত হওয়ার স্থান (আখালিয়া সুরমা আবাসিক এলাকা) পরিদর্শন করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব খান মোঃ রেজা-উন-নবী।

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকার পরিবেশ ও অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় তিনি শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণ এবং এলাকাবাসীর চেতনায় তাঁর অবদানকে জীবন্ত রাখার উপর গুরুত্বারোপ করেন।

এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা শাহ মোঃ জিতু মুন্না, রেঁনেসা ক্লাবের সভাপতি আব্দুল্লাহ এ মাসুম, এলাহি যুব কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মোঃ শামীম আহমেদ, রেঁনেসা ক্লাবের সাধারণ সম্পাদক অলিউর রহমান, মোজ্জাম্মেল আহমেদ, খোরশেদ আলমসহ বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

ঘটনাস্থলে এসে বিভাগীয় কমিশনার বলেন, ‘শহীদ রুদ্র সেন ছিলেন একটি আদর্শের প্রতীক। তাঁর আত্মত্যাগের কথা আজও আমাদের তাড়িত করে। তাঁর স্মৃতিকে সংরক্ষণ করা সময়ের দাবি।”

এ সময় এলাকাবাসীর মাঝে ব্যাপক আগ্রহ ও আবেগ পরিলক্ষিত হয়। স্থানীয় নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা বলেন, ‘রুদ্র সেনের মতো সাহসী সন্তানদের ইতিহাস তুলে ধরতে ও নতুন প্রজন্মকে সচেতন করতে প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসনীয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff