একুশে সিলেট ডেস্ক
বৃটেনের ব্র্যাডফোর্ডে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ২৮ বছরের দন্ড দিয়েছে আদালত। দণ্ডিত ব্যক্তির নাম হাবিবুর রহমান মাসুম। মাসুমের বাড়ি সিলেটের বিশ্বনাথ থানায়। মাসুম ও তাঁর স্ত্রী কুলসুমা বেগম ওরফে শিউলী ও এক শিশু সন্তান নিয়ে ব্রাডফোর্ড শহরে বসবাস করতেন।
২০২৪ সালের ৬ই এপ্রিল রমজান মাসে ইফতারের আগে ব্র্যাডফোর্ডে শহরের ওয়েস্টগেট ও ড্রিউটন রোডে নিজের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে খাবার কিনতে গিয়েছিলেন কুলসুমা বেগম (২৭)।
এসময় রাস্তায় স্বামী মাসুম কুলসুমকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় কুলসুমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে ঘটনার সময় শিশু সন্তানটি অক্ষত ছিল বলে জানিয়েছিলো পুলিশ। পুলিশ ও নিহতের পরিবারের
সূত্রে জানা যায়, মাসুম ও কুলসুমা দম্পতি ঘটনার দুই বছর আগে সিলেটের বিশ্বনাথ থেকে যুক্তরাজ্যে আসেন। মাসুম আসেন শিক্ষার্থী ভিসায় এবং স্ত্রী কুলসুমা আসেন ডিপেন্ডেন্ড ভিসায়। প্রথমে তারা ওল্ডহ্যাম এলাকায় বসবাস শুরু করেন। পারিবারিক কলহের কারণে একপর্যায়ে বিষয়টি পুলিশের হস্তক্ষেপে গড়ায়। পরে পুলিশ কুলসুমাকে সামাজিক সেবামূলক সংস্থার সহায়তায় নিরাপদে ব্র্যাডফোর্ডে স্থানান্তর করে। কিন্তু পুলিশের নিষেধ সত্ত্বেও মাসুম গোপনে তার স্ত্রীর ওপর নজরদারি করতে থাকেন এবং শেষপর্যন্ত এই নির্মম হত্যাকাণ্ড ঘটান। ঘটনার প্রেক্ষিতে রয়াল কোর্টে একটি মামলা হয়। সকল তদন্ত ও প্রমাণ সাপেক্ষে মাসুমকে ২৮ বছরের জেলদন্ড দিয়েছে রয়াল কোর্ট।
Leave a Reply