মাইলস্টোনের জন্য তারকাদের প্রার্থনা

মাইলস্টোনের জন্য তারকাদের প্রার্থনা

বিনোদন ডেস্ক

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় আজ সোমবার বিমান বাহিনীর একটি ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হয়েছে। দুপুর ১টা ১৮ মিনিটে ঘটা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত (বিকেল ৫টা পর্যন্ত) ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বহু হতাহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের শোবিজ তারকারা।

শোক জানিয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’

অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘ*টনা

আজ স্কুল ছুটির ঠিক মুহূর্তে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনের উপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো। ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক পুড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। এই সন্তানরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো।’

এরপর এই চিত্রনায়িকা রক্তদানের জন্য বেশ ক’টি হাসপাতালের নাম তুলে ধরেন তার ভক্তদের জন্য। আর সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অপু বিশ্বাস।

চিত্রনায়িকা বুবলী লিখেছেন, ‘আল্লাহ আপনি সহায় হোন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা-বাবাকে ধৈর্য দান করুন।’

এরপর বুবলীও তার ভক্তদের রক্তদানের জন্য আহ্বান জানিয়েছেন।

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল লিখেছেন, ‘ঢাকা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, বহু শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ, হতাহতের আশঙ্কা।আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন।’

চিত্রনায়ক সিয়াম আহমেদ লিখেছেন, ‘মনটা মরে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে শুরু করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজসহ উত্তরার আশেপাশের হাসপাতালগুলোতে রক্ত লাগছে; রক্তদানে আগ্রহীরা এই হাসপাতালগুলোতে দ্রুত ছুটে যান, প্লিজ!’

গায়ক আসিফ আকবর লিখেছেন, ‘ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় আহত কারো জন্য রক্তের প্রয়োজন হলে এই নাম্বারে মেসেজ বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন-01611989909।’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত। সকলের জন্য প্রার্থনা করছি!’

অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা।’

নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন লিখেছেন, ‘রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করুণ। কোনো মায়ের বুক খালি যেনো না হয়। কোমলমতি বাচ্চারা ওখানে পড়াশুনা করে। ওদের নিরাপদ রাখো আল্লাহ।’

অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘ভালো লাগছে না কিছু। চোখের সামনে কত বাচ্চার ঝলসানো শরীর দেখলাম… আল্লাহ কি দোষ বাচ্চাগুলোর? আহারে ওরা তাদের স্কুলে ক্লাস করছিল! মা-বাবাগুলোর বুক খালি করে দিয়েন না আল্লাহ! সবাই যার যার জায়গা থেকে হতাহতের জন্য দোয়া করি।

অভিনেতা রাশেদ মামুন অপু লিখেছেন, ‘ইয়া আল্লাহ, তুমি রহম করো।’

এক শিক্ষার্থীর আইডি কার্ড শেয়ার করে পূজা চেরি লিখেছেন, ‘মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত এই শিশুটিকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এখন পর্যন্ত তার কোনো পরিচিত বা অভিভাবক খুঁজে পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন বা তার পরিবার বা স্বজনদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দয়া করে এই নম্বরে দ্রুত যোগাযোগ করতে বলুন- 01811696033।’

অভিনেতা জিয়াউল হক পালাশ লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করুন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff