বিশ্বজুড়ে বিভিন্ন পদে ১৭,৩০০ কর্মী নিয়োগ দেবে এমিরেটস

বিশ্বজুড়ে বিভিন্ন পদে ১৭,৩০০ কর্মী নিয়োগ দেবে এমিরেটস

আন্তজার্তিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপ এমিরেটস। এর অন্তর্ভুক্ত রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’। এই দুটি বিভাগে চলতি বছরের মধ্যেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে এমিরেটস গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩৫০ টির বেশি ভিন্ন ভিন্ন পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। সম্প্রসারণ পরিকল্পনা ও ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে এমিরেটস জানায়, বিশ্বব্যাপী প্রতিভাবান কর্মী খোঁজার এই অভিযানে বিভিন্ন দেশের শহরে ২ হাজার ১০০ টির বেশি ওপেন ডে ও নিয়োগ সংক্রান্ত ইভেন্ট আয়োজন করা হবে। এর মধ্যে দুবাইতে আয়োজিত অনুষ্ঠানগুলোর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষার্থী ও নতুন গ্র্যাজুয়েটদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

চাকরির ক্ষেত্রগুলোতে থাকছে—কেবিন ক্রু, পাইলট, প্রকৌশলী, বাণিজ্যিক ও বিক্রয় দল, গ্রাহক সেবা, গ্রাউন্ড হ্যান্ডেলিং, কেটারিং, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ ও আর্থিক বিভাগ। এ ছাড়া ‘ডিনাটা’ আলাদাভাবে ৪ হাজারের বেশি কর্মী নিয়োগ করবে শুধুমাত্র কার্গো, কেটারিং ও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য।

এমিরেটস গ্রুপ ও এয়ারলাইনের চেয়ারম্যান এবং সিইও শেখ আহমেদ আল মাকতুম বলেছেন, ‘আমরা বিশ্বমানের প্রতিভা খুঁজছি, যারা আমাদের সাহসী লক্ষ্যকে বাস্তবায়ন করতে সহায়তা করবে।’

আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, চলতি অর্থবছরের (মার্চে শেষ হওয়া) হিসাবে এমিরেটস এয়ারলাইন কর পরিশোধের পরও মুনাফা করেছে ৫.২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১০.৬ শতাংশ বেশি। একই সময়ে প্রতিষ্ঠানটি ৫ কোটি ৩৬ লাখের বেশি যাত্রী পরিবহন করেছে। এর রাজস্ব ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ বিলিয়ন ডলার। এটি এমিরেটসের টানা তৃতীয় বছরের রেকর্ড মুনাফা। দীর্ঘ দূরত্বে ভ্রমণের চাহিদা বৃদ্ধি এবং জ্বালানি ব্যয় হ্রাস এই সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ যোগ্য কর্মীদের জন্য ২২ সপ্তাহের বোনাসও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

২০২২ সাল থেকে এখন পর্যন্ত এমিরেটস গ্রুপ ৪১ হাজার কর্মী নিয়োগ দিয়েছে। এর মধ্যে ২৭ হাজার কর্মী বিভিন্ন অপারেশনাল পদে। বর্তমানে তাদের মোট কর্মী সংখ্যা ১ লাখ ২১ হাজার ছাড়িয়েছে।

দুবাইভিত্তিক কর্মীদের জন্য এমিরেটস বিভিন্ন সুবিধা প্রদান করে, যেমন—লভ্যাংশ শেয়ারের সুযোগ, চিকিৎসা ও জীবনবিমা, ভ্রমণ সুবিধা (ফ্লাইট টিকিট সহ), বার্ষিক ছুটি, ছাড়মূল্যে কার্গো সেবা। এ ছাড়া বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ও লাইফস্টাইল পণ্য বিক্রির কেন্দ্রে ডিসকাউন্ট কার্ডও প্রদান করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff