হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলার বাহুবলে ট্রেনে কাটা পড়ে ছেরাগ আলী (৭০) নামে এক শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটুলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছেরাগ আলী কালুটুলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য দরবেশ আলী বলেন, ছেরাগ আলী কানে কম শুনতেন। বৃষ্টির মধ্যে মাছ ধরতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) লাল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply