একুশে সিলেট ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকা থেকে ১৬০ বোতল ‘ইসকফ’ সিরাপসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
রবিবার (২০ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিংগারবিল ইউপির কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন নোয়াবাদী এলাকার আশিক চৌধুরীর ছেলে মো. জুনায়েদ চেীধুরী (২০)।
জানা যায়, রবিবার (২০ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল জেলার বিজয়নগর থানাধীন কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬০ বোতল ইসকফ সিরাপসহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬০ বোতল ‘ইসকফ’ সিরাপসহ ১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply