নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিবে যুবদল 

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিবে যুবদল 

একুশে সিলেট ডেস্ক

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, বিএনপি হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আর যুবদল হচ্ছে বিএনপির ভ্যানগার্ড। বিএনপি ও জিয়া পরিবারের আকাশচুম্বি জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার অনেক ষড়যন্ত্র করেছিল। কিন্তু সময়ের ব্যবধানে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, আত্মগোপনে চলে গেছে। সুতরাং বিএনপিকে নিয়ে অপপ্রচার ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি দেশবাসী মেনে নিবেনা।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন পরবর্তী সময়ে দেশে ধীরে ধীরে নির্বাচনের আমেজ তৈরী হতে যাচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালিন সরকারের প্রশাসনের নির্লিপ্ততার কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ঠিক সেই সময়ে একটি গোষ্ঠী বিএনপিকে নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এর মূল উদ্দেশ্য হলো নির্বাচন বানচাল করা। কিন্তু নির্বাচন বানচালের যেকোন ষড়যন্ত্র রুখে দিতে যুবদল সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠে যুবদল কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত মিছিলটি নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।

স্বাগত বক্তব্যে শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের পতন হয়নি। এর পেছনে বিএনপির টানা দেড় যুগের আন্দোলন সংগ্রাম বড় ভুমিকা পালন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় হাসিনার পতন আন্দোলন চুড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তি জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের হৃদয়ে রক্তক্ষরণের শামিল। যুবদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় এখনো শান্ত রয়েছে। কিন্তু বিএনপি ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার ও কটুক্তি অব্যাহত থাকলে যুবদল রাজপথে জবাব দিতে বাধ্য হবে।

মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তুফাজ্জাল হোসেন বেলাল। এছাড়া জেলা ও মহানগর যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিলে সিলেট জেলার আওতাধিন ১৩টি উপজেলা ও ৫টি পৌর কমিটি এবং সিলেট মহানগরের ৬টি থানা ও ৪২টি ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff