যৌনকাজ করে বৌদ্ধ সন্ন্যাসীদের ব্ল্যাকমেল, ৮০ হাজার ভিডিওসহ থাই নারী গ্রেপ্তার

যৌনকাজ করে বৌদ্ধ সন্ন্যাসীদের ব্ল্যাকমেল, ৮০ হাজার ভিডিওসহ থাই নারী গ্রেপ্তার

আন্তজার্তিক ডেস্ক
অন্তত ৯ জন বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তাঁদের ভিডিও ও ছবি দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগে থাইল্যান্ডে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থাই পুলিশের তথ্য অনুযায়ী, ‘মিস গলফ’ নামে পরিচিত ওই নারী গত তিন বছরে প্রায় ৩৮ কোটি ৫০ লাখ বাত (১৪৩ কোটি টাকার বেশি) হাতিয়ে নিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মিস গলফের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ হাজারের বেশি ছবি ও ভিডিও পাওয়া গেছে। এগুলো তিনি সন্ন্যাসীদের ব্ল্যাকমেলের কাজে ব্যবহার করতেন।

তদন্তে উঠে এসেছে, ওই নারী বিভিন্ন সন্ন্যাসীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে পরে গর্ভবতীর নাটক করে বিপুল পরিমাণ অর্থ দাবি করতেন।

গত জুনে ব্যাংককের এক প্রধান সন্ন্যাসী হঠাৎ সন্ন্যাস ত্যাগ করলে এই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে জানা যায়, মিস গলফ ওই সন্ন্যাসীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে দাবি করেন, তাঁর গর্ভে সন্তান এসেছে এবং সন্তানের ভরণপোষণের জন্য তিনি ৭০ লাখ বাত (২ কোটি ৬০ লাখ টাকা) চান।

পুলিশ দাবি করেছে, এই কৌশল বহুবার ব্যবহার করেছেন মিস গলফ। আর ব্ল্যাকমেল করে আয় করা অর্থের একটি বড় অংশ তিনি অনলাইন জুয়ায় খরচ করেছেন।

মিস গলফের বিরুদ্ধে একাধিক অভিযোগ গঠন করা হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে—চাঁদাবাজি, অর্থপাচার ও প্রতারণা করে সম্পদ গ্রহণ।

এই কেলেঙ্কারির পর থাই বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সংঘ সুপ্রিম কাউন্সিল একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি সরকার সন্ন্যাসীদের জন্য জরিমানা ও জেলসহ কঠোর শাস্তির বিধান আনার কথাও বলছে।

সম্প্রতি থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ৮১ জন সন্ন্যাসীকে দেওয়া উচ্চ পদবি বাতিল করেছেন। তিনি বলেছেন, সন্ন্যাসীদের আচরণ জনমানসে গভীর কষ্টের কারণ হয়েছে।

থাইল্যান্ডে ৯০ শতাংশের বেশি মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। সন্ন্যাসীরা সাধারণত সেখানে খুবই সম্মানিত। কিন্তু গত কয়েক বছর ধরে যৌন কেলেঙ্কারি ও মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ায় তাঁরা মুখে পড়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff