গোয়াইনঘাটে দোকানঘর দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

গোয়াইনঘাটে দোকানঘর দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

প্রতিনিধি,গোয়াইনঘাট, সিলেট

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পীরের বাজারে দোকান ও বসতঘর দখল করাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার( ৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের পীরের বাজারে ইটাচকি গ্রামের বাবুল মিয়া ও খলামাধব গ্রামের আলা উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে ঘন্টা ব্যাপি এক সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, আজ বেলা সাড়ে ১১ টার দিকে দু’পক্ষের উত্তেজলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল গোয়াইনঘাট থানা পুলিশ। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর পুনরায় সংঘর্ষে জড়িয়ে পরে উভয়পক্ষ।

উপজেলার টেংনাগুল গ্রামের জামাল মিয়া জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দীর্ঘ দিন থেকে আমাদের ১০ টি দোকান ঘর জোরপূর্বক দখল করে নেয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের আলা উদ্দিন ও তার লোকজন।

তিনি বলেন, ‘কোর্টের আদেশ পেয়ে আমরা দোকানে আসতেই আমাদের উপর হামলা চালায় তারা। তাদের হামালায় আমাদের পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।’ এ সময় সুস্থ হয়ে থানায় মামলা দায়ের করার কথাও জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিনের ছেলে রুবেল আহমদ জানান, আমার চাচা আপ্তাব উদ্দিনসহ কয়েকজন দলিল মূলে ওই জায়গার বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে এ জায়গা ভোগদখল করে আসছেন। গত কিছু দিন আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সিলেট এই জায়গার সত্ব সমাধানের জন্য উভয় পক্ষেকে উচ্চ আদালতে শরণাপন্ন হওয়ার জন্য আদেশ দেন।কিন্ত, এটা না করে বাবুল মিয়া পক্ষের লোকজন জোরে আমাদের দোকানে ও ঘরে সন্ত্রাসী হামলা চালায়। তাদের এই হামলায় আমাদের পক্ষের অন্তত ৮-১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ও রুস্তমপুর ইউনিয়নের বিট অফিসার রকিব আহমেদ বলেন, ‘স্থানীয় আওয়ামিলীগ ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত দুটি পক্ষের মধ্যে বাজারের দোকানঘর নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ১৪৪ ধারায় মামলার বেরিকেড আদেশ হয়েছে। বাদী ও বিবাদীদের উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছিলাম। আমরা চলে আসার পরেই উভয় পক্ষ সংঘর্ষ জড়িয়ে পরে।’

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘শুনেছি পিরের বাজারের কয়েকটি দোকানঘর নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পূর্বেই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন। পুলিশ চলে আসার পরই দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff