ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের হেলাপার নিহত ও মহিলাসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার(৫জুলাই)উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। এত সিলেটগামী ইউনিকবাসের হেলাপর রাজু মিয়া (২৭) ঘটনাস্থলেই নিহত হন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের মৃত জাফর শেখের ছেলে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকালে ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজটের সুষ্টি হলে পুলিশের সহয়াতায় ঘন্টাখানেকপর যানচলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানাযায়, ঢাকা-সিলেট মহসড়কের দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে ভোর ৬ টার দিকে সিলেটগামী যাত্রীবাহী ইউনিক বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১৮৬১) ও একটি ঢাকা গামী যাত্রীবাহী এনা বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২২৭৫) বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে দুর্ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসা ও নিহতের ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি পুলিশের হেফাজতে রয়েছে।
Leave a Reply