জকিগঞ্জ প্রতিনিধি
সিলেট-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান জকিগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে জকিগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেন।
মঙ্গলবার (১ জুলাই ২০২৫) জকিগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি জকিগঞ্জের সার্বিক পরিস্থিতি ও এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন।
সভায় তিনি বলেন, “জকিগঞ্জ সর্বপ্রথম স্বাধীন হয়েছে, কিন্তু আজও এর যথাযথ স্বীকৃতি পায়নি। বন্যা থেকে রক্ষা পেতে ডাইক মেরামত, রাস্তাঘাট সংস্কার, স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়নসহ নানা সমস্যা বছরের পর বছর ধরে অব্যবস্থাপনায় পড়ে আছে। এসব সমস্যার স্থায়ী সমাধান এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “এই সকল বিষয় নিয়ে আমরা কাজ করছি। আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—জকিগঞ্জ উপজেলা আমির মাওলানা জালাল উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন খান, জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সারওয়ার হোসেন, সহকারী সেক্রেটারি দেলোয়ার লস্কর, উপজেলা সুরা সদস্য মুহিব আহমদ চৌধুরী জামিল, উত্তর শিবিরের সভাপতি নাজির আহমদ আফজাল, জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান ও উত্তর শিবিরের সেক্রেটারি ফজল আহমদ।
অবশেষে হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply