বলিউডে রাজকীয় অভিষেক সোনম বাজওয়ার

বলিউডে রাজকীয় অভিষেক সোনম বাজওয়ার

একুশে বিনোদন

পাঞ্জাবি ছবির জগতে সোনম বাজওয়ার আলাদা পরিচিতি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। তবে এবার তিনি পা রেখেছেন বলিউডে; আর অভিষেকেই বাজিমাত। অক্ষয় কুমারের বিপরীতে ‘হাউসফুল ৫’ ছবিতে অভিনয় করে দর্শক ও নির্মাতাদের প্রশংসা কুড়িয়েছেন এই পাঞ্জাবি অভিনেত্রী।

 

সোনম বাজওয়া
সোনম বাজওয়াশিল্পীর ইনস্টাগ্রাম থেকে
বলিউডে নিজের যাত্রা নিয়ে দারুণ উচ্ছ্বসিত সোনম। গত শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কখনো ভাবিনি আমার হিন্দি ছবির অভিষেক এত বড় পরিসরে হবে। ‘হাউসফুল ৫’–এর শুটিংয়ের সময় নির্মাতারা আমার সংলাপ বলার ধরন, অভিনয় এবং বিভিন্ন ভাষায় কথা বলার দক্ষতা দেখেছেন। সে কারণেই আমাকে ‘বর্ডার ২’, ‘বাঘি ৪’ ও ‘দিওয়ানিয়ত’–এর মতো ছবিতে নেওয়া হয়েছে। একই বছরে এত ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া সত্যিই বিরল। নিজেকে আমি লাকি মনে করি।’

‘হাউসফুল ৫’–এ কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে সোনম বলেন, ‘শুটিংয়ের সময় আমরা সবাই মিলে দারুণ মজা করেছি। একটা দৃশ্যে আমাকে হিন্দি, উর্দু ও পাঞ্জাবি—তিন ভাষায় কথা বলতে হয়েছিল। ভাষার বৈচিত্র্য আর চরিত্রের মেজাজ ধরার চ্যালেঞ্জ আমাকে আনন্দ দিয়েছে। নির্মাতারা আমাকে অভিব্যক্তি ও সময় নিয়ে খেলা করার সুযোগ দিয়েছিলেন, তাই নিজের পারফরম্যান্সটা উপভোগ করতে পেরেছিলাম। এ ছবির লেখক ও পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ।’

 


সোনম বাজওয়া
সোনম বাজওয়াশিল্পীর ইনস্টাগ্রাম থেকে

পাঞ্জাবি ও বলিউড—এই দুই ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা তুলনা করে সোনম বলেন, ‘এ দুই ইন্ডাস্ট্রিই আমাকে অভিনেত্রী হিসেবে সমৃদ্ধ করেছে। পাঞ্জাবি সিনেমার মধ্য দিয়েই আমার পথচলা শুরু, তাই ওটা আমার কাছে ঘরের মতো। সেখানকার পরিবেশ খুব আন্তরিক, সহযোগিতামূলক। আর বলিউড অনেক বেশি রাজকীয়; সেট, বাজেট, স্কেল—সবকিছুতেই। তবে দুটো জায়গাকে চালনা করে একটাই জিনিস—সিনেমার প্রতি ভালোবাসা।’

সোনম বাজওয়া
সোনম বাজওয়াশিল্পীর ইনস্টাগ্রাম থেকে

বহুপ্রতীক্ষিত কমেডি সিনেমা ‘হাউসফুল ৫’ মুক্তি পেয়েছে গত ৬ জুন। মুক্তির পরপরই ছবিটি বক্স অফিসে সাড়া ফেলে। মাত্র চার দিনেই ভেঙে দিয়েছে ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির আগের সব রেকর্ড।

 

সোনম বাজওয়া
সোনম বাজওয়াশিল্পীর ইনস্টাগ্রাম থেকে

সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন তরুণ মনসুখানি।

তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, রঞ্জিত, জনি লিভার, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফখরি, চাঙ্কি পান্ডে, দিনো মোরিয়া ও সৌন্দর্য শর্মা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff