বিনোদন ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৪ সেকেন্ডের একটি রিলস শেয়ার করেন। এই ভিডিওতে খুবই আবেদনময়ী লেগেছে তাকে।
রোববার (২২ জুন) নুসরাতের সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৪ সেকেন্ডের একটি রিলস ভিডিওতে নেটিজেনদের মন কেড়েছেন তিনি।
মামলা থেকে জামিন পাওয়ার একমাস পরে কাজে ফিরে ফের আলোচনায় আসেন এই অভিনেত্রী। তিনি এবার ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ২৪ সেকেন্ডের এটি রিলস ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে তার আবেদনময়ী উপস্থিতি নেটিজেনদের মন কেড়েছে।
সেই রিলসে নুসরাতকে দেখা গেছে সোনালি রঙের ঝলমলে পোশাকে। কোঁকড়ানো চুল, গভীর চোখের চাহনি হাতে থাকা গোলাপ যেন তার সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। প্রকাশের পরপরই রিলসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ভাইরাল হয়।
এদিকে, গত ১৮ মে ঢাকার ভাটারা থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার হন নুসরাত ফারিয়া। অভিযোগ ছিল বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ, সহিংসতা ও হত্যাচেষ্টার মতো গুরুতর বিষয় নিয়ে। ঘটনার পর মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। তবে ২০ মে জামিনে মুক্তি পেয়ে কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি।
উল্লেখ্য, রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়া আজ একজন প্রতিষ্ঠিত চিত্রনায়িকা ও উপস্থাপিকা। ২০১৫ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর একে একে ‘হিরো ৪২০’, ‘বস টু’, ‘শাহেনশাহ’, ‘ঢাকা ২০৪০’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।
Leave a Reply