গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পাথর কোয়ারি এলাকায় আরও ৭৭টি পাথর ভাঙার কলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছে টাস্ক ফোর্স। এ সময় পাথর ভাঙার কলগুলোর বিদ্যুতের মিটার জব্দ করা হয়। আজ বুধবার সকাল দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
বিদ্যুৎ বিভাগ, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দ্বিতীয় দিনের মতো এই অভিযান চালায়। এ সময় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী উপস্থিত ছিলেন।
অভিযানে সহায়তা করেন গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন, বিদ্যুৎ বিভাগ জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, বিজিবির সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী আজকের পত্রিকাকে বলেন, অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।
এর আগে গত বুধবার প্রথম দিন অভিযান চালিয়ে ৬৭টি পাথার ভাঙার কলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করে টাস্কফোর্স।
Leave a Reply