সর্বশেষ :
সিলেটে একাধিক মামলার আসামি রাজু  গ্রেফতার র‌্যাবের খাঁচায় হত্যা মামলার আসামি কে এই জয়নাল? সিলেটে বসত ঘরের তীরে ঝুলছিল যুবকের মরদেহ সিলেটে কর্মীদের লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা, তদন্ত শুক্রবার সিলেট নগরের কয়েকটি এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না কিনব্রিজ নয়, যেন ‘কিন বাজার’, হকারদের দখলে কিনব্রিজ, পথচারীদের দুর্ভোগ সিলেট শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মো. তারিকুল ইসলাম সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন হচ্ছে, বাদ যাচ্ছে ‘অনানুগত্যের শামিল’–সংক্রান্ত ধারা পরিচালকের আপত্তিকর ইঙ্গিত, মুখ খুললেন অস্কারজয়ী অভিনেত্রী প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে হলিউডের ওয়াক অব ফেমে দীপিকা
বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে কাজ করতে অপেক্ষা করছে চীন: বিএনপি

বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে কাজ করতে অপেক্ষা করছে চীন: বিএনপি

নিউজ ডেস্ক

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করেছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং। আজ মঙ্গলবার দেশটিতে সফররত বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ প্রত্যাশার কথা জানান।

চীনে বিএনপির প্রতিনিধিদলের চলমান সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ সময় বেলা ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকের বিষয়ে বিএনপির মহাসচিব গণমাধ্যমকে বলেছেন, চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

সোমবার চীনের পিপলস গ্রেট হলে কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মির্জা ফখরুল। সেখানে তিনি আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ‍্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপক্ষীয় করার আশা প্রকাশ করেন। এ বৈঠক থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff