সর্বশেষ :
এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাহরাইন ও কুয়েত!

এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাহরাইন ও কুয়েত!

আন্তর্জাতিক ডেস্ক :

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের মধ্যে শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে প্রথমবারের মতো ইসরায়েলে শক্তিশালী ‘খায়বার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। এ অবস্থায় এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রস্তুতি নিতে শুরু করেছে বাহরাইন ও কুয়েত।

রোববার (২২ জুন) বার্তা সংস্থা রয়টার্সের লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইরান সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনায় বাহরাইন এবং কুয়েত প্রস্তুতি নিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর বাহরাইন তার নাগরিকদের নিরাপদে চলাচল করতে আহ্বান জানিয়েছে এবং কুয়েত একটি মন্ত্রণালয় কমপ্লেক্সে আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানায়, বর্তমান আঞ্চলিক নিরাপত্তার ক্থা বিবেচনা করে আমরা নাগরিক এবং বাসিন্দাদের কেবলমাত্র প্রয়োজনে প্রধান রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করছি, যাতে জননিরাপত্তা বজায় থাকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দক্ষতার সাথে রাস্তা ব্যবহারের নির্দেশ দেওয়া হলো।

দেশটির সিভিল সার্ভিস ব্যুরো অনুসারে, ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বাহরাইন ৭০ শতাংশ সরকারি কর্মচারীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, তেহরান সতর্ক করে দিয়ে বলেছিল, যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ওপর আক্রমণ করে তাহলে তারা এই অঞ্চলে অবস্থিত আমেরিকান সম্পদ, যার মধ্যে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে, যেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর অবস্থিত এবং কুয়েতে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও দশজন পরমাণু বিজ্ঞানীসহ ৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। চলমান এই সংঘাতের মধ্যে ২১ জুন দিনগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff