সর্বশেষ :
সংসদীয় আসনের অনুপাতে উচ্চকক্ষের সদস্য নির্বাচন চায় বিএনপি

সংসদীয় আসনের অনুপাতে উচ্চকক্ষের সদস্য নির্বাচন চায় বিএনপি

একুশে সিলেট ডেস্ক
দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত হলেও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচনে একমত নয় বিএনপি। এক্ষেত্রে দলটির দাবি, বাংলাদেশের বাস্তবতায় সংখ্যানুপাতিকের উচ্চকক্ষে দুই-তৃতীয়ংশ আসন পাবে না সংখ্যাগরিষ্ট দল, সেক্ষেত্রে আইন প্রনয়ণ ও সংবিধান সংশোধনে প্রতিবন্ধকতায় পড়তে হবে। দলটি বিদ্যমান সংরক্ষিত নারী আসন (আসনের অনুপাত) নির্বাচনের পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচনের পক্ষে।

এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচনের বিষয়ে বোধ হয় এখন আমাদের কনসাইডার (বিবেচনা) করা ঠিক হবে না।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের চতুর্থদিনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের ধারণা এজন্য দিয়েছিলাম যে, দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানীসহ বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে। যাদের চিন্তাধারা, অবদান জাতিকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে প্রতিনিধিত্ব আকারে এখানে যুক্ত করার জন্যই দ্বিকক্ষবিশিষ্ট সংসদের কথা বিবেচনা করেছিলাম। আমরা উচ্চকক্ষের ক্ষেত্রে সরাসরি ভোটের কথাও বলি নাই। সর্বাধিক বিবেচনায় আমরা মনে করি, পিআর পদ্ধতিটা এখানে সঠিক হবে না।’

রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান পদ্ধতিতে সংসদ সদস্যদের গোপন ভোটের পক্ষে বিএনপি। এ বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেক্টোরোল পদ্ধতিটির বিষয়ের রাজনৈতিক দলগুলো বিভিন্ন মতামত দিয়েছেন, এর মধ্যে বেশি মতামত এসেছে উচ্চকক্ষ-নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালাটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করার। এখনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে সবগুলো রাজনৈতিক দল গোপন ভোটের পক্ষে একমত হলে এতে একমত বিএনপি।

অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া প্রায় সবগুলো রাজনীতির দলই গোপন ব্যালটের নির্বাচনের প্রস্তাবে একমত বলে ব্রিফিং বলে জানিয়েছেন।

তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেক্টোরাল ভোটের ভোটার ইউপি মেম্বার পর্যন্ত (৭০) হাজার বর্ধিত করার বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল একমত পোষণ করেছে।

একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে একমত বেশিরভাগ রাজনৈতিক দল। তবে এতে দ্বিমত বিএনপির। বিএনপি বলছে টানা দুবার প্রধানমন্ত্রী হওয়ার পর গ্যাপ দিয়ে পরেরবার আবার প্রধানমন্ত্রী হতে পারবে এমন প্রস্তাব দলটির।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff