একুশে সিলেট ডেস্ক
”বাংলাদেশ কৃষি ব্যাংকে আমানত রাখুন, নিরাপদ ও নির্ভাবনায় থাকুন” এই স্লোগান কে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে সারাদেশের ন্যায় সিলেটেও শুরু হয়েছে কৃষি ব্যাংকের আমানত সংগ্রহ মাস।
সিলেট জেলার ২৬ টি শাখা সহ বিভাগের চারটি জেলায় মোট ১০২ টি শাখায় শুরু হয়েছে মাস ব্যাপি এই কার্যক্রম।
১ লা এপ্রিল থেকে শুরু হওয়া আমানত সংগ্রহের এই কার্যক্রম চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে সকল শ্রেণীর পেশা জীবির মানুষের কাছ থেকে সংগ্রহ করা হবে আমানত। ৯ টি আকর্ষনীয় স্কীমের মাধ্যেমে গ্রহন করা হচ্ছে এই আমানত গুলো। বাংলাদেশ কৃষি ব্যাংক শুধু কৃষকদেন জন্য নয় সকলের জন্য জেনারেল ব্যাংকি সেবা প্রদাণ করে যাচ্ছে । সেই বার্তা যেন সকলের কাছে পৌছে সেই লক্ষ্যে মাস ব্যাপি এই আয়োজন। ।বাংলাদেশ কৃষি ব্যাংকের নগরীর বন্দর বাজার শাখার ব্যবস্থাপক (এজিএম ) বাবরুল হোসেন বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক বর্তমানে কৃষির পাশাপাশি সম্পূর্ণভাবে জেনারেল ব্যাংকি সেবাও প্রদাণ করে যাচ্ছে। সকলের প্রতি আমাদের আহবান থাকবে আমাদের সাথে যুক্ত হয়ে সকল প্রকার সেবার পরখ করার জন্য ।
গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহের উদ্দেশ্যে কৃষি ব্যাংকের বিভিন্ন প্রকার সেবা স্কীম চালু করেছে। তন্মধ্যে মিলিনিয়ার স্কীম, মাসিক ডিপোজিট স্কীম, লাখপতি স্কীম ,ডাবল প্রফিট স্কীম ,ত্রৈমাসিক মুনাফা স্কীম , বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ( প্রতিবন্ধী) ও সাবলম্বী নারী ( অপরাজিতা) ছাড়াও উদ্যেক্তা নারীদেও জন্য (জয়ী ) স্কীম চালু করেছি। তিনি আরোও বলেন , বাংলাদেশ কৃষি ব্যাংক এখন যে শুধু কৃষি নিয়ে কাজ করে তা নয় বরং সকল পেশা শ্রেনীর জন্য ব্যাংকিং সেবায় একটি আস্থার জায়গায় হিসাবে পরিচিতি লাভ করেছে।
Leave a Reply