সবুজ সিলেট ডেস্ক
ফ্যাসিবাদের অনুসারীরা শোভাযাত্রার অনুসঙ্গ পুড়িয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের অনুসারীরা এসব ঘটিয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বেলা ২টায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
দুষ্কৃতকারীদের সতর্ক করে উপদেষ্টা বলেন ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে, জানালেন অপরাধীদের দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করা হবে।
ফারুকী আরো বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ। সবার ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব।
গতকালের ঘটনার প্রেক্ষিতে সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরছেন জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবার সকল ধর্ম জাতি সবার সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে শুধু মাত্র বৈশাখকে কেন্দ্র করে যা দেশকে নতুন ভাবে চিনবে মানুষ।
চৈত্র সংক্রান্তির ছুটি ও বৈশাখে আয়োজনে সর্বস্তরের মানুষের স্বকস্ফুর্ত অংশগ্রহনের আহ্বান জানিয়ে ফারুকী বলেন, কোনো শঙ্কা বা সংশয় নয় বরং উৎসবমুখর পরিবেশে সকল আয়োজন সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী, জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আকাশপথে তিনি সিলেটে এসে পোঁছান। সেখানে রাত্রিযাপন শেষে আজ শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। আগামীকাল রোববার (১৩ এপ্রিল) তার ঢাকায় ফেরার কথা থাকলেও গতকালের চারুকলার এ ঘটনায় সফর সংক্ষিপ্ত করে আজই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
Leave a Reply