একুশে সিলেট ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের নিয়ে কাজ করা সংগঠন ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ সিলেট জেলা সদস্য সচিব আবদুল ওয়াহিদ উমায়েরকে সিলেট জেলা ক্রীড়া সংস্থার ত্র্যাডহক কমিটির সদস্য (ছাত্র প্রতিনিধি) নির্বাচিত করা হয়েছে।
আবদুল ওয়াহিদ উমায়ের গ্রীন সিলেট ক্রিকেট একাডেমীর একজন ক্রীড়াবিদ এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। এছাড়াও তিনি গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের নিয়ে সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছেন।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত হওয়া আবদুল ওয়াহিদ উমায়ের পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমি একজন পেশাদার ক্রিকেটার হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সাথে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। পেশাদার ক্রিকেটার হিসেবে আমার পরিচিতি থাকলেও, আমি ক্রিকেট ও ফুটবলসহ জেলার সকল ক্রীড়ার উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা সিলেটের ক্রীড়াঙ্গনকে জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী স্থানে নিয়ে যেতে পারবো। এজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে পদাধিকার বলে আহ্বায়ক হয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। সদস্যদের ভেতরে উল্লেখযোগ্য হলেন সাবেক ক্রিকেটার রাজিন সালেহ ও অলক কাপালি।
এছাড়াও এ তালিকায় আছেন সাফজয়ী সাবেক ফুটবলার সাহাজ উদ্দিন টিপু, সাবেক ফুটবলার ও সংগঠক নাজিমউদ্দিন সাহান, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, ছাত্র প্রতিনিধি আবদুল ওয়াহিদ উমায়ের, ক্রীড়া সাংবাদিক ও দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ইয়াহইয়া ফজল ও পদাধিকার বলে জেলা ক্রীড়া কর্মকর্তা আছেন এ তালিকায়।
Leave a Reply