এফবিসিসিআইয়ের কো-চেয়ারম্যান নির্বাচিত ডাল্টন জহির

এফবিসিসিআইয়ের কো-চেয়ারম্যান নির্বাচিত ডাল্টন জহির

স্টাফ রিপোর্টার, পর্তুগাল
বাংলাদেশের পর্যটন ও হসপিটালিটি সেক্টরের পরিচিত মুখ জহিরুল ইসলাম (ডাল্টন জহির) সম্প্রতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম স্ট্যান্ডিং কমিটির (২০২৩-২০২৫ মেয়াদে) কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, ডাল্টন জহির প্রতিষ্ঠাতা ও সিইও- ট্রাভেলার কি, ইউরোপ কি, ট্রাভেলার টাইমস, ওয়ার্ল্ড ভ্যাকেশন ক্লাব, ওয়েলকাম বাংলাদেশ। তিনি বাংলাদেশ পর্যটন সেক্টরে ২২ বছর ধরে কাজ করছেন। পর্যটন সেক্টরে কর্মময় জীবনে তিনি ব্র্যাক (বিএসএল) এর বিক্রয় ও বিপণন প্রধানের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি রোজ ভিউ হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এবং গল্ফ সিলেট, ওশান প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট কক্সবাজার, লেকশোর হোটেল গুলশান, মটোরোলা মোবাইল, অ্যাপল কম্পিউটার, ফিলিপস মোবাইল এবং বাংলাদেশের জন্য ফুজিফিল্ম ডিজিটাল ক্যামেরা (সিঙ্গাপুরে জেল কর্প কর্পোরেশন) এর গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

ডালটন জহির ইউরোপিয়ান আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশকে পরিচিত করার জন্য ব্র্যান্ডিং করে যাচ্ছেন। তিনি পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা।

ডালটন সেভ দ্য রিভার বাংলাদেশ সোসাইটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পর্যটন শিল্পে বিশেষ অবদানের জন্য তিনি জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও) কর্তৃক প্রশংসিত হয়েছেন।

চাঁদপুরের মতলব উত্তর থানার লুধুয়া গ্রামের কৃতি সন্তান ডাল্টন জহির শিক্ষা জীবনে পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় তার হাতেখড়ি হয়। এরপর তিনি জাতীয় পত্রিকার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতাকালে তিনি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিশ্ব ভ্রমণ, পর্যটন ও হসপিটালিটি সম্পর্কে আগ্রহী ডালটন জহির বাংলাদেশের ঐতিহাসিক আকর্ষণীয় স্থান, ইতিহাস-ঐতিহ্য, বর্ণীল সংস্কৃতি এবং বৈচিত্র্যময় খাবার ও রান্নাকে কেন্দ্র করে দেশীয় পর্যটনের উন্নয়ন ও সম্ভাবনার জন্য নিরলস কাজ করছেন তিনি।

ভ্রমণ পিয়াসী ডাল্টন জহির যুক্তরাজ্য, জার্মানি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, পোল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, মালয়েশিয়া, ভারত, নেপাল, মায়ানমার, চীন এবং সংযুক্ত আরব আমিরাত, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ইতালি, সুইজারল্যান্ডসহ দেশের বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন।

তিনি ভারতের সর্ববৃহৎ ইভেন্ট ট্র্যাভেল ট্যুরিজম ফেয়ার, আইটিবি বার্লিন (জার্মানির বৃহত্তম ভ্রমণ মেলা), ডব্লিউটিএম লন্ডন (বিশ্ব পর্যটন মেলা, যুক্তরাজ্য) এবং যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ফ্রান্সের ফটো প্রতিযোগিতার মতো বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়েছেন।
তিনি ফটোগ্রাফিক সোসাইটি অফ আমেরিকা, বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ট্যুরিজম ডেভেলপারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, PATA প্যাসিফিক এশিয়া ট্র্যাভেল অ্যাসোসিয়েশন নিউ ইয়র্ক চ্যাপ্টার ইউএসএ, SKAL মাদ্রিদ স্পেন, আর্টিস্টস জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ এর সদস্য।

বিশ্বব্যাপী ট্যুরিজম কমিউনিটি অব গ্লোবাল এক্সপোজার উইথ নেশন ইন ট্যুরিজম এক্সপার্ট হিসেবে দেশে ব্যাপক পরিচিতি ডাল্টন জহিরের এখন পর্যন্ত বাংলা একাডেমিতে বইমেলা প্রকাশিত ৬টি বই ,ডাল্টন জহির একজন ভ্রমণ লেখক হিসেবেও জনপ্রিয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff