একুশে স্পোর্টস
নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরিতে বাংলাদেশ পেয়েছে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ। এরপর থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ২৭১ রান ডিফেন্ড করতে নেমে থাইল্যান্ডকে টাইগ্রেসরা অলআউট করেছে ৯৩ রানে। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০২৪ সালের নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টসে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। চতুর্থ ওভারে ইশমা তানজিম ফেরেন ব্যক্তিগত ৮ রানে। দ্বিতীয় উইকেটে ১০৪ রানের বড় জুটি এনে দেন ফারজানা হক ও শারমিন আক্তার। ব্যক্তিগত ৫৩ রানে সাজঘরে ফেরেন ফারজানা। অধিনায়ক জ্যোতিকে নিয়ে পরের উইকেটে ১৫২ রানের জুটি গড়েন শারমিন। ৮০ বলে ১০১ রানের ঝড়ো ইনিংস খেলে শেষ বলে আউট হন জ্যোতি। ৭৮ বলে সেঞ্চুরি করে মেয়েদের ওয়ানডতে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ১টি ছয়ের মার। ১২৬ বলে ১১টি চারে ৯৪ রান করে অপরাজিত থাকেন শারমিন।
Leave a Reply