একুশে সিলেট ডেস্ক
গাজায় মুসলিম হত্যা ও সিলেট নগরীর বিভিন্ন জায়গায় লুটপাটের প্রতিবাদে নগরীতে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল বের করে।
গাজার মুসলিম হত্যা বন্ধ করার দাবিতে আজ সিলেট মিছিলের নগরীতে রূপ নেয়, এর পরিপেক্ষিতে কিছু উৎসুক জনতা ইজরাইলি পণ্য দাবি করে কেএফসি,বাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করে। এসব ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে তাৎক্ষণিক নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর কয়েকটি পয়েন্ট অতিক্রম করে একটি সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। সমাবেশে বক্তারা বলেন, গাজায় মুসলিম হত্যা বন্ধ করতে হবে এবং বাংলাদেশ থেকে সকল ইজরাইলি পণ্য ব্যান করে দিতে হবে, কিন্তু যে বা যারা আজ সিলেট নগরীতে ভাংচুর করেছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে ভাংচুর ও লুটপাটের কোনো স্থান নেই।
Leave a Reply