বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের নিয়ে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’সহ তিনটি সংগঠনের সাংবাদিকরা।
রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের’র সভাপতিত্বে তিনটি সংগঠনের সাংবাদিকদের যৌথ সভা থেকে এই প্রতিবাদ জানানো হয়। সাংবাদিকদের নিয়ে অপপ্রচারকারিরা আগামী দু’দিনের ভেতরে প্রকাশ্যে ও সোস্যাল মিডিয়ায় নিঃস্বর্তে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি বিভিন্ন ব্যক্তি ফেসবুক আইডি, ফেসবুক পেইজ ও অনলাইন পোর্টালে স্থানীয় কর্মরত সাংবাদিকদের নিয়ে অপপ্রচার চালান। অপপ্রচারকারিরা উল্লেখ করেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় তড়িগড়ি করে ঈদের ৩/৪দিন পূর্বে বাসিয়া নদীর বর্জ্য অপসারণের কাজ শেষ করে কিছু সাংবাদিক নিয়ে বসে তাদের মুখ বন্ধ করার ব্যবস্থা করেন। যাহাতে বর্জ্য অপসারণের দূর্নীতির সংবাদ প্রকাশিত না হয়’। অপপ্রচারকারিরা আরও অপপ্রচার চালান যে, একটি সিন্ডিকেটের মাধ্যমে সরকারের ৭ লক্ষ টাকা অতল গহরে। আর কিছু সাংবাদিকরা অর্থনৈতিক সুবিধা পেয়ে এই সিন্ডিকেটের সাথে রয়েছেন। অপপ্রচারকারিদের এই মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বনাথে কর্মরত তিন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দ এমন অপপ্রচারের ঘটনায় সমাজে সাংবাদিকদের মানহানির অপপ্রয়াস চালানো হচ্ছে বলে মনে করেন। অপপ্রচারকারিরা আগামী দু’দিনের ভেতরে প্রকাশ্যে ও সোস্যাল মিডিয়ায় নিঃস্বর্ত ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, কাজী জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ সাহেদ, সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, নবীন সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য সালেহ আহমদ সাকি, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মোঃ নূর উদ্দিন, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ আবদুল্লাহ।
Leave a Reply