সর্বশেষ :
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত হচ্ছে : জাতিসংঘ

গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত হচ্ছে : জাতিসংঘ

আন্তজার্তিক ডেস্ক
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গত ১৮ মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার পর থেকে প্রতিদিন কমপক্ষে ১০০ শিশু হতাহত হচ্ছে, এমনটি জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি।

একইসঙ্গে তিনি আরও বলেন, গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদের ওপর। প্রতিদিনের হতাহত সংখ্যা যে অস্বাভাবিকভাবে বাড়ছে, তা বিশেষ উদ্বেগের বিষয়।

এর আগে শুক্রবার (০৪ এপ্রিল) ভোরে ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জন নিহত হন। গাজা সিটির আল-আহলি হাসপাতালের পরিচালক জানিয়েছেন, এখন আর আহতদের চিকিৎসার জন্য পর্যাপ্ত জায়গা নেই।

হাসপাতালটি দ্রুত অস্থির পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সেবা সরবরাহের ব্যবস্থা অত্যন্ত সীমিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে গত ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত ও ২৮৭ জন আহত হয়েছেন।

শনিবার (০৫ এপ্রিল) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এ রিপোর্ট অনুযায়ী, গাজা এখন এক ধরনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষের প্রাণহানির সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে এবং অনেক পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনদের।

হামাস, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন, সতর্ক করে জানিয়েছে যে, গাজায় যেসব এলাকাকে নতুন করে ইসরায়েলি সামরিক উচ্ছেদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে, সেসব এলাকায় থাকা অন্য বন্দিদের অধিকাংশই এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। তারা বলেছে, নতুন অভিযানের কারণে গাজার শিশু, নারী ও বৃদ্ধদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৫০ হাজার ৬০৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১৫ হাজার ৬৩ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস আরও জানিয়েছে, মৃতের সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি হয়েছে। অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায়, তাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালালে সেখানে কমপক্ষে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে, যা আজ পর্যন্ত থামেনি।

এভাবে, গাজার উপর যুদ্ধের ভয়াবহতা ক্রমেই বাড়ছে। ১৮ মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় আরও ১ হাজার ২৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩ হাজার ২২ জন আহত হয়েছেন। বর্তমান পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে এবং জাতিসংঘের কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতা বাড়ানোর দাবি জানানো হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff