একুশে সিলেট ডেস্ক
ভারতের লোকসভায় পাস হওয়া ওয়াক্ফ সংশোধনী বিলকে ‘মুসলিম স্বার্থবিরোধী’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ শনিবার এক বিবৃতিতে বলেছেন, এই বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা ও অধিকার হরণের একটি পরিকল্পিত প্রচেষ্টা।
৩ এপ্রিল ভারতের লোকসভায় বিতর্কিত এই বিল পাস হয়। গোলাম পরওয়ার অভিযোগ করেন, এই বিলের মাধ্যমে মুসলিমদের দান করা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও আশ্রয়কেন্দ্রের মতো ধর্মীয় সম্পত্তিতে সরকারি হস্তক্ষেপ ও দখলের সুযোগ তৈরি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সংশোধনী বিলে ওয়াক্ফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াক্ফ কাউন্সিলে অমুসলিম দুজন সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যা বোর্ডের স্বাধীনতা খর্ব করবে এবং মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপের ঝুঁকি বাড়াবে। এটি মুসলমানদের জন্য চরম উদ্বেগজনক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।
গোলাম পরওয়ার আরও বলেন, ‘ভারতে বর্তমানে ২৫ কোটির বেশি মুসলমান রয়েছে। সেখানে ধারাবাহিকভাবে মুসলিমবিরোধী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। মসজিদ ও মাদ্রাসা ধ্বংস, তিন তালাক নিষিদ্ধ, লাভ ম্যারেজ ও ধর্মান্তরে বাধা, গরুর গোশতের নামে পিটিয়ে হত্যা ও ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা—এসব বিজেপি সরকারের মুসলিমবিদ্বেষের প্রতিচ্ছবি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতে ইসলামী ভারতের বিজেপি সরকারকে মুসলিমবিদ্বেষী অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানায় এবং আশা করে, তারা দেশটির মুসলমানদের জীবন, সম্পদ ও অধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে।
Leave a Reply